১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

বাবুগঞ্জে ওয়ার্কার্স পার্টির সন্ত্রাস বিরোধী দিবস পালিত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

শফিকুল ইসলাম, বাবুগঞ্জ প্রতিনিধি॥ ‘সন্ত্রাস বন্ধ কর,বিচারবহির্ভূত হত্যাকান্ড বন্ধ কর’ এই স্লোগানকে সামনে রেখে ১৭ আগষ্ট রাশেদ খান মেনন ২৮ তম হত্যা প্রচেষ্টা ও সন্ত্রাস বিরোধী দিবস পালন করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বরিশালের বাবুগঞ্জ উপজেলা শাখা। ১৯৯২ সালের ১৭ আগস্ট ওয়ার্কার্স পার্টির তোপখানা রোডের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাশেদ খান মেননকে গুলি করা হলে গুরুতর আহত হন তিনি। সন্ত্রাসীদের গুলিতে হত্যা প্রচেষ্টায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পার্টি অফিস থেকে বের হয়ে উপজেলা চত্তর প্রদক্ষিন করে সমাবেশস্থলে এসে শেষ হয়।

সোমবার সকালে উপজেলা ওয়ার্কার্স পার্টির খানপুরা কার্যালয়ে আয়োজিত সমাবেশে পার্টির উপজেলা সভাপতি অধ্যাপক গোলাম হোসেন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিন হোসেন এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কর্স পার্টির বিকল্প সদস্য টিএম শাহজাহান । বিশেষ অতিথি ছিলেন জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য মুজাম্মেল হক ফিরোজ, চাঁদপাশা ইউনিয়ন সভাপতি ও ইউপি চেয়ারম্যান আনিচুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক আনোয়ার মাষ্টার, ওয়ার্কার্স পার্টির নেতা রাজা দিলিপ, উপজেলা যুবমৈত্রীর সাধারণ সম্পাদক হাসানুর রহমান পান্নু, ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি সুজন আহম্মেদ, ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সমাজ কল্যান সম্পাদক সুমন আকন জুয়েল,
ছাত্রমৈত্রীর বাবুগঞ্জ উপজেলা আহবায়ক আলি হোসেন, রাসেদ খান মেনন হাফিজয়া মাদ্রাসার প্রধান শিক্ষক অলিউর রহমান প্রমুখ।

সর্বশেষ