১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বাবুগঞ্জে জাতীয় মহিলা সংস্থা তথ্য আপা প্রকল্পের বিশেষ উঠান বৈঠক

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

শফিকুল ইসলাম, বাবুগঞ্জ( বরিশাল )প্রতিনিধি:

বরিশাল বাবুগঞ্জ উপজেলায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অধীনস্থ্য জাতীয় মহিলা সংস্থা ‘তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ণ প্রকল্পের (২য় পর্যায়) নারীদের আধুনিক প্রযুক্তির সম্পর্কে সচেতনতা মূলক বিশেষ উঠান বৈঠক, সকালে বাবুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও তথ্যকেন্দ্র বাবুগঞ্জ এর আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় সংসদ সদস্য,বরিশাল-৩, গোলাম কিবরিয়া টিপু
বলেছেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন আজ আমরা বাস্তবে সুফল ভোগ করতেছি। আমরা এখন স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি। স্মার্ট বাংলাদেশের বাস্তবায়ন আমরা ২০৪১ সালের মধ্যে দেখতে পাবো। এজন্য আমাদেরকে পড়ালেখায়, জ্ঞানেগুণে ও চাল-চলনে স্মার্ট হতে হবে। এই ছাড়াও তিনি নারী ক্ষমতায়ন, লিঙ্গ বৈসম্য, স্বাস্থ্যগত সমস্যা ও বাল্য বিবাহসহ নারী ও কিশোরীদের জীবন-জীবিকার মান উন্নয়ন সম্পর্কিত গুরুন্তপূর্ণ বিষয়ে সচেতনতামূলক আলোচনা করেন।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাকিলা রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল,বাবুগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সভাপতি এস. এম খালেদ হোসেন স্বপন,
বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তার-উজ-জামান মিলন,

উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল আহম্মেদ আজাদ,মহিলা ভাইস চেয়ারম্যান মোসা: ফারজানা বিনতে ওহাব, বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডাঃ সুবাস সরকার,
বাবুগঞ্জ উপজেলা কৃষি অফিসার মোঃ মামুনুর রহমান,
এয়ারপোর্ট থানা অফিসার ইন চার্জ মোঃ হেলাল উদ্দিন, ,
বাবুগঞ্জ থানা অফিসার ইন চার্জ তুষার কান্তি মন্ডল,
বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টি আহ্বায়ক মোঃ মকিতুর রহমান কিসলু,জাতীয় মহিলা সংস্থা বাবুগঞ্জ উপজেলার চেয়ারম্যান ইয়াসমিন আক্তার প্রমুখ।
এতে বাবুগঞ্জ উপজেলার শতাধিক নারী স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহণ করেন।

সর্বশেষ