২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বরিশালে ‘সাড়ে তিনশ’ কোটি টাকা ব্যয়ে নির্মিত শহর রক্ষা বাধ দখলের মহোৎসব উজিরপুরে মাদকসহ জেলা ডিবি'র খাচায় ১ মাদক কারবারী আটক রাজাপুরে নিখোজ ভ্যান চালকের লাশ ভাসছিলো নদীতে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মা ও ভাইকে মারধরের অভিযোগ।। আমতলীর আঠারোগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন। পিরোজপুরে হিন্দু মেয়েকে বিয়ে দিয়ে শুভেচ্ছায় ভাসছেন মুসলিম দম্পতি ফেক আইডির প্রেমের টানে তালতলীতে এসে প্রতারিত আখাউড়ার যুবক দুমকিতে এজেন্ট ব্যাংকিংয়ের কোটি টাকা লোপাট, স্বামী-স্ত্রী গ্রেফতার বানারীপাড়ায় সিএনজি দূর্ঘটনায় চালক নিহত: ৫ যাত্রী আহত সদর উপজেলার প্রতিটি মানুষ আমার কাছে সমান : এসএম জাকির

বাবুগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উদযাপন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

শফিকুল ইসলাম, বাবুগঞ্জ প্রতিনিধিঃ

“ভূমি সেবা ডিজিটাল বদলে যাবে দিনকাল” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশাল বাবুগঞ্জ উপজেলায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আলোচসা সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ জুন রোববার বেলা ১২টার সময় বাবুগঞ্জ উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা ভুমি অফিস সভাকক্ষে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম।  

উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) মোঃ মিজানুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন,মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবদুল করিম হাওলাদার, জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম তারিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ করিম লাভলু প্রমুখ।

ভূমি সেবা সপ্তাহ-২০২১ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমীনুল ইসলাম বলেন,‘ ভূমি সক্রান্ত কাজে ঘুষ দেয়া ও নেয়া উভয়ই সমান অপরাধ। ভূমি সক্রান্ত মামলা (নামজারি, মিউটিশন) নির্ধারিত ফি দিয়ে আবেদন করলে নির্ধারিত সময়ের মধ্যে সমাধান করতে বাধ্য থাকবে কতৃপক্ষ।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অফিসে সেবা নিতে এসে কেউ হয়রানি হলে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহন করা হবে। এখন ভূমি অফিসে দালালের দৌরত্ব কমে গেছে। সেবা গ্রহীতারা নিজেরাই অনলাইনে আবেদন করতে পারবেন। সঠিক নিয়মে আবেদন করলে নির্ধারিত সময়ের মধ্যে সেবা পৌছে দেওয়া হবে’।

সর্বশেষ