৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
পবিপ্রবিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে কর্মশালা ও আলোচনা সভা। দুমকি উপজেলা নির্বাচনের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল। এনডিবিএ'র শোক প্রকাশ গলাচিপায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু ঝালকাঠিতে বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগে ছোট গ্রেফতার ২৪ বছরেও আলোর মুখ দেখেনি বরিশালের সুইমিংপুল কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ,ডক্টর ,আ ন ... অবশেষে ভোলায় স্বস্তির বৃষ্টি পিরোজপুরে নামল স্বস্তির বৃষ্টি প্রবাসে স্বামীদের জিম্মি করে দেশে স্ত্রীদের ধর্ষণ করেন পাথরঘাটার মামুন!

বাবুগঞ্জে মুক্তিযোদ্ধা স্মৃতি ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক :
বাবুগঞ্জে ঘুড়ি উড়ানোর প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (ঈদের ২য় দিন) বিকালে উপজেলার দেহেরগতি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দক্ষিণ রাকুদিয়া গ্রামে ‘মুক্তিযোদ্ধা স্মৃতি ঘুড়ি উৎসব’ অনুষ্ঠিত হয়।
করোনা প্রকোপে বিলীন ঈদ আনন্দ ঘুড়ি উড়ানোর মধ্য দিয়ে পুষিয়ে নিয়েছে রাকুদিয়াবাসী। সামাজিক দুরত্ব বজায় রেখে এলাকাবাসীর মধ্যে আনন্দ ছড়িয়ে দেওয়ায়ী ছিলো আয়োজক কমিটির মূল লক্ষ্য। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ বাড়তি আনন্দ যুগিয়েছে প্রতিযোগীদের মাঝে। অনুষ্ঠানের আয়োজক দেহেরগতি ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার মোঃ সাহিন হাওলাদার।
প্রধান অতিথি বাংলাদেশ যুবমৈত্রী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুজন আহমেদ বলেন, ‘করোনা ভাইরাস’র সংক্রামনে দেশ স্থবির হয়ে পড়েছে। মানুষের মনে বিনোদন বলতে কিছু নেই, শুধু হাহাকার।
তিনি বলেন সরকার নির্দেশীত সকল নিয়ম কানুন মেনে চললে করোনার হাত হতে রক্ষা পাওয়া সম্ভব। পারস্পরিক সুসম্পর্ক আমাদেরকে সকল প্রকার বিপর্যয় হতে রক্ষা করবে। করোনায় কোন পরিবার আক্রান্ত হলে ভয় না পেয়ে তাদেরকে সামাজিক ভাবে সহযোগীতা করতে হবে।’
সুজন ‍আহমেদ আরো বলেন, ‘এলাকাবাসীর মাঝে এই তথ্য প্রচারের জন্য ব্যতিক্রম আয়োজন ঘুড়ি উড়ানোর প্রতিযোগীতা। এই খেলার মধ্যে বিনোদনের পাশাপাশি সামাজিক দুরত্ব বজায় রাখা সম্ভব।’
এছাড়াও করোনা শুরুর পর হতে সুজন আহমেদ এলাকাবাসীর মাঝে সচেনতা মূলক কার্যক্রম করার পাশাপাশি মাস্ক, হ্যান্ড গ্লোবস্, হ্যান্ড স্যানিটাইজার, খাদ্য সামগ্রী বিতরণ ও সামাজিক দুরত্ব সম্পর্কে সকলকে সচেতন করেন।
এসময় অনুষ্ঠানের আয়োজক দেহেরগতি ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার মোঃ সাহিন হাওলাদার বলেন, ‘এলাকাবাসীর মাঝে সচেতনতা ফিরাতেই এই ঘুড়ি উড়ানোর আয়োজন।’
প্রতিযোগীতায় দুটি গ্রুপ অংশ গ্রহণ করে। জাহাঙ্গীর মৃধা’র গ্রুপ বিজয়ী ও রাসেল’র গ্রুপ রানার্সআপ হয়েছে। বিজয়ী গ্রুপের প্রধান জাহাঙ্গীর মৃধা বলেন, ‘ দীর্ঘদিন পড়ে একটি উৎসব পেলাম। যার মধ্য দিয়ে প্রতিযোগীতায় অংশ গ্রহণ করার পাশাপাশি সামাজিক দুরত্ব কি তা বাস্তবায়িত হলো।

সর্বশেষ