১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বাবুগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী পিক-আপে নৌকা সমার্থকদের হামলা, আহত-১০

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের বাবুগঞ্জে রহমতপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সরোয়ার মাহমুদ এর নির্বাচনী প্রচারনার পিক-আপ ভ্যানে হামলা ও ভাংগচুর করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের তীর আওয়ামিলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন মৃধার কর্মী সমার্থকদের দিকে। হামলার ঘটনায় মামুন নামের একজনের মাথা ফাঁটাসহ অন্তত -৮ জন আহত হয়েছে। এছাড়া ভাংগচুরে পিক-আপ ভ্যান ও ডিজিটাল সাউন্ড সিস্টেমের দুইটি বক্স ক্ষতিগ্রস্থ হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় ইউনিয়নের মানিককাঠী এলাকায়।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন এয়ারপোর্ট থানা পুলিশের এস আই সাঈদ।
অভিযোগ ও ভুুুক্তভোগী সূত্রে জানাযায়, নৌকা প্রতীকের সমার্থনে শতাধিক মটর সাইকেল নিয়ে বিহিরাগতরা শোডাউন দেয়। মটর সাইকেল শোডাউন টি দ্বারিকা হয়ে রহমতপুরের দিকে আসার পথে মানিককাঠী এলাকায় আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সরোয়ার মাহমুদ এর নির্বাচনী প্রচারের পিক-আপ ভ্যান সামনে পরে। এসময় নৌকার সমার্থকরা পিক-আপ ভ্যানের উপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এসময় প্রায় দশজন আহত হয়েছে বলে দাবী করেছে পিক-আপে থাকা কর্মীরা।
আহতার হলো রুমন, মামুন, হৃদয়, আরিফ, সাওন, জনি, ইমরান, মেহেদী, সাইফুল, সবুজ।
আহতরা সবাই স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।
এঘটনায় এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে আনারস প্রতীকের প্রার্থী চেয়ারম্যান সরোয়ার মাহমুদ।
এদিকে নৌকা প্রতীকের প্রার্থী মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন মৃধা বলেন, আনারস প্রতীকের প্রার্থীর সমার্থকরা আমার নির্বাচনী মটর সাইকেল শোভাযাত্রায় হামলা করে। এসময় আমার দুইটি মটর সাইকেল ভাংগচুর করা হয়েছে।
এয়ারপোর্ট থানার ওসি কমলেশ চন্দ্র হালদার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ