৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
পবিপ্রবিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে কর্মশালা ও আলোচনা সভা। দুমকি উপজেলা নির্বাচনের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল। এনডিবিএ'র শোক প্রকাশ গলাচিপায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু ঝালকাঠিতে বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগে ছোট গ্রেফতার ২৪ বছরেও আলোর মুখ দেখেনি বরিশালের সুইমিংপুল কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ,ডক্টর ,আ ন ... অবশেষে ভোলায় স্বস্তির বৃষ্টি পিরোজপুরে নামল স্বস্তির বৃষ্টি প্রবাসে স্বামীদের জিম্মি করে দেশে স্ত্রীদের ধর্ষণ করেন পাথরঘাটার মামুন!

বাবুগঞ্জে স্বাস্থ্যসেবা সম্পর্কিত গণশুনানি

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বাবুগঞ্জ প্রতিনিধিঃ
বাবুগঞ্জে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও স্বাস্থ্যঅধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা সেইন্ট-বাংলাদেশের ইপিআর প্রকল্পের উদ্যোগে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় সোমবার উপজেলার ক্ষুদ্রকাঠি গ্রামের বকুলতলা ঈদগাহ্ মাঠে জনগণের সাথে সরাসরি প্রশ্নোত্তর বিষয়ক ওই গণশুনানি অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল করিম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রহমতপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার মাহমুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি ও উপজেলা নাগরিক সহায়তা কমিটির সম্পাদক আরিফ আহমেদ মুন্না, স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি (সিএইচসিপি) ইমরান হোসেন, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুর রহমান মুন্সি, ইউপি সদস্য হেলেনা বেগম রহিমা, সমাজ সেবক জামাল হোসেন গাজী, নাগরিক সহায়তা কমিটির সদস্য শামসুল হক জমাদ্দার, সেইন্ট-বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী এস.এম তাহাজ্জুদ হোসেন, প্রকল্প কর্মকর্তা হারুনার রশিদ, দেলোয়ার হোসেন, মাজেদা আক্তার মুক্তা, সুষমা হালদার প্রমুখ।

সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সেবা প্রাপ্তির অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সেবার চাহিদা নিরুপন ও প্রতিবন্ধকতা উত্তরণের লক্ষ্যে নাগরিক সমাজের সুচিন্তিত মতামত ও সুপারিশমালা উপস্থাপন করাসহ উপজেলার সরকারি হাসপাতাল, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক থেকে স্বাস্থ্যসেবা গ্রহীতা নারী-পুরুষদের সরাসরি প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে ওই গণশুনানি অনুষ্ঠিত হয়। এসময় তারা স্বাস্থ্যসেবা সম্পর্কিত তাদের বিভিন্ন অভিজ্ঞতা, অভাব-অভিযোগ ও পরামর্শ তুলে ধরেন।

সর্বশেষ