৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
পবিপ্রবিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে কর্মশালা ও আলোচনা সভা। দুমকি উপজেলা নির্বাচনের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল। এনডিবিএ'র শোক প্রকাশ গলাচিপায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু ঝালকাঠিতে বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগে ছোট গ্রেফতার ২৪ বছরেও আলোর মুখ দেখেনি বরিশালের সুইমিংপুল কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ,ডক্টর ,আ ন ... অবশেষে ভোলায় স্বস্তির বৃষ্টি পিরোজপুরে নামল স্বস্তির বৃষ্টি প্রবাসে স্বামীদের জিম্মি করে দেশে স্ত্রীদের ধর্ষণ করেন পাথরঘাটার মামুন!

বাবুগঞ্জে ৫২ প্রার্থীর মনোনয়ন দাখিল

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

শফিকুল ইসলাম ( বাবুগঞ্জ বরিশাল) প্রতিনিধিঃ
আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে বাবুগঞ্জ সদর ইউনিয়ন রহমতপুরে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইউনিয়নটিতে প্রথম বারের মত ইভিএম মেশিনে ভোট গ্রহণ নিয়ে জনগণের মধ্যে উৎসাহ, উদ্দিপনার সাথে বৃদ্ধি পাচ্ছে উৎকন্ঠা।

আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার (২ নভেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে রহমতপুর ইউনিয়নে ৫জন হেবিওয়েট চেয়ারম্যান প্রার্থীসহ সদস্য/সদস্যা পদে মোট ৫২জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসে মনোননপত্র দাখিল করেন তারা।

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মৃধা মুহা. আক্তার উজ জামান মিলন, ওয়ার্কার্স পার্টির মনোনীত হাতুড়ি প্রতীকের প্রার্থী শাহিন হোসেন, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান সরোয়ার মাহমুদ, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল সিকদার, ইসলামি আন্দোলন মনোনীত হাত পাখা প্রতীকের প্রার্থী মাওলানা আব্দুল হাকিম।

এছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৩৫জন প্রার্থী ও ৩টি সংরক্ষিত মহিলা আসনে ১২জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। ৪ নভেম্বর মনোনয়নপত্র যাছাই বাছাই শেষে প্রার্থীতা চুড়ান্ত করা হবে।

দাখিলের শেষ দিনে মনোনয়নপত্র দাখিল করেন , রহমতপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য জামাল হোসেন পুতুল, ৫নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মোঃ সুলতান মোল্লা ও ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মোঃ দলিল উদ্দিন মোল্লা প্রমুখ।

উপজেলা নির্বাচন অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, এবার রহমতপুর ইউপি নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। আশাকরি সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের পরিবেশ সুষ্ঠু রাখার জন্য প্রার্থী ও জনগণের সহযোগীতা চেয়েছেন তিনি।

সর্বশেষ