২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
দেশের বীমা খাতে দৃষ্টান্ত স্থাপন করছে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স ২৯ মে সারাদিন লালমোহন উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে কাপ পিরিচ মার্কায় ভোট দিন আবারও বাড়ল স্বর্ণের দাম সৌদিতে ২৮৭৬০ বাংলাদেশি হজযাত্রী পৌঁছেছেন, দুইজনের মৃত্যু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত উপজেলা নির্বাচন : দ্বিতীয় ধাপে ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন সোমবার থেকে ৬৫ দিন সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা মধ্যরাত থেকে সাগরে মাছ ধরা ৬৫ দিন বন্ধ বোরহানউদ্দিনে ভোটারদের টাকা দেওয়ার ছবি ভাইরাল, ক্ষমা চাইলেন ইউপি চেয়ারম্যান উপজেলা নির্বাচন ঘিরে ভোলার উপকূলীয় এলাকায় কোস্টগার্ড মোতায়েন

বাবুগঞ্জ দেহেরগতি দুই কিলোমিটার রাস্তার বেহাল দশা !

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

শফিকুল ইসলাম, বাবুগঞ্জ  প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ  উপজেলার দেহেরগতি গ্রামের হাজীবাড়ি থেকে  রিপন ঘরামীর দোকান হয়ে   চৌকিদার বাড়ি ও  হাজীবাড়ির মসজিদ   থেকে  উওর দেহেরগতি সরকারি প্রাথমিক  বিদ্যালয় পর্যন্ত দুই কিলোমিটার রাস্তাজুড়ে কাদা মাটির ও ইট বিছানো এ রাস্তাটি  বেহাল দসা হয়েছে। একই সঙ্গে  ইট বিছানো রাস্তার বিভিন্ন স্থানে ইট উঠে গেলে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং পিচ্ছিল হয়ে উঠে গোটা রাস্তা। এতে এ রাস্তা দিয়ে চলাচলে গ্রামের কৃষক, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার হাজারো মানুষ চরম ভোগান্তি পোহাচ্ছে। বিকল্প পথে যেতে হলে ৭/৮ কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হয়। সামান্য বৃষ্টি হলেই রাস্তাগুলো কাদা-পানিতে ডুবে যায়। এতে মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স, রিক্সা-ভ্যান, নসিমন-করিমন, অটোবাইক, মোটরসাইকেল-সাইকেল চালানো, এমনকি পায়ে হেঁটে চলাচল করাও কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। দেহেরগতি গ্রামের রিপন হাওলাদার  জানান, ২০০১ শালে দেহেরগতি হাজী বাড়ি  মসজিদ থেকে উওর দেহেরগতি সরকারি প্রাথমিক বিদ্যালয় পযন্ত  রাস্তার এক কিলোমিটারের মধ্যে ইট বিছানার কাজ করা হয়। কিন্তু তারপর থেকে আরকোন সংস্করণ না হওয়ায় ইট বিছানো রাস্তার বিভিন্ন স্থানে ইট উঠে গেলে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং পিচ্ছিল হয়ে উঠে গোটা রাস্তা। বর্তমানে ও’ই রাস্তায় কয়েকটি জায়গায় দুই পাসে পুকুরের পাশের অংশ ভেংঙে যাওয়ায় যাতায়াতে চরম দুর্ভোগে পরতে হচ্ছে। উওর দেহেরগতি গ্রামের এ রাস্তাটির বেহাল দশায় ফায়ার সার্ভিসের গাড়ি আসতে পারে না, কোন মুমুর্ষ রোগীকে হাসপাতাল নেওয়া যায় না । শুধু রাস্তার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সংখ্যা তুলনামূলক কম। দীর্ঘদিন থেকে এই রাস্তার বেহাল দশা। আর বর্ষা এলে চলাচলে বাড়ে সীমাহীন বিড়ম্বনা।’ চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আমার অনুরোধ রাস্তা দুইটা যেন সংস্কার করে দেয়া হয়। স্থানিয় ইউপি  সদস্য ফিরোজ মুন্সি  বলেন,  এ অঞ্চলের জনগোষ্ঠীর যাতায়াতের একমাত্র এ রাস্তা  দুটি অতি শিগগির কারপিটিং করা জরুরী হয়ে দাঁড়িয়েছে। এ ব্যাপারে দেহেরগতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান  বলেন, এ রাস্তা মেরামতের জন্য একটি আবেদন করা আছে। করোনা ভাইরাস সংক্রমনের কারণে এখনো আমাদের এ নিয়ে বসা হয়নি। বরাদ্ধ আসলেই এই রাস্তাটি সংস্কার অগ্রাধিকার পাবে। উপজেলা প্রকৌশলী মানোয়ার হোসেন  বলেন,  এ রাস্তার বিষয়ে যদি প্রস্তাব দেওয়া হয় তাহলে রাস্তা মেরামতের প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করব।

সর্বশেষ