২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

বাসচাপায় পা হারানো রাসেলকে আরও ১০ লাখ টাকা দিলো গ্রিন লাইন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বাসচাপায় পা হারানো রাসেল সরকারকে আরও ১০ লাখ টাকা দিয়েছে গ্রিন লাইন পরিবহনের মালিক কর্তৃপক্ষ। সোমবার আদালতের মাধ্যমে এই টাকার চেক প্রদান করা হয়। আগামী দুমাসের মধ্যে পরবর্তী ১০ লাখ টাকা পরিশোধ করা হবে।

২০১৮ সালের ২৮ এপ্রিল মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে গ্রিন লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় প্রাইভেটকারচালক রাসেল সরকারের (২৩) বাম পা ঘটনাস্থলেই বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করেন গাইবান্ধার একই এলাকার বাসিন্দা জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি।

ওই বছরের ১৪ মে এ বিষয়ে রুল জারি করেন হাইকোর্ট। রুলে কেন রাসেলকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়।

পরে এক আবেদনের শুনানি নিয়ে রাসেলকে ৫০ লাখ টাকা দিতে নির্দেশ দেন হাইকোর্ট। এই নির্দেশের পর সাড়ে ১৩ লাখ টাকা দেয় গ্রিন লাইন কর্তৃপক্ষ। সর্বশেষ আরও ১০ লাখ টাকা দেওয়া হলো।

সর্বশেষ