১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

বাসি খাবার বিক্রিঃ জরিমানা গুনলো গার্ডেন ইন রেস্তোঁরা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বরিশাল বাণী: বরিশালে নগরে অভিযান চালিয়ে ৪ ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংলক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (০৬ এপ্রিল) দুপুরে বরিশাল নগরের সদররোড, কাকলীর মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।
জাতীয়ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র জানান, অভিযানে পোশাক বিপনী ‘আর্ট’এ অভিযান চালানো হয়। এ সময় নির্ধারিত মূল্যের থেকে অধিক লাভে পোশাক বিক্রয় করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং অতিরিক্ত লাভ না করার জন্য সতর্ক করা হয়েছে।
এছাড় বাসি খাবার ফ্রিজে সংরক্ষণ এবং মিষ্টান্ন জাতীয় পণ্যে উৎপাদন এবং মেয়াদের তারিখ না থাকায় গার্ডেন ইন রেস্তোরাকে ৩ হাজার ও ফাইভ এস গার্ডেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পাশাপাশি অতিরিক্ত মুনাফা করে পণ্য বিক্রি করার জন্য
গ্রীণ ফ্যাসন নামক কমমেটিক্সের বিপনীকে জরিমানা করা হয়েছে ৫ হাজার টাকা। এছাড়া আরো ৮-১০টি পোশাক ও কসমেটিক্স বিক্রয়কারী প্রতিষ্ঠানকে অতিরিক্ত মুনাফা না করার জন্য সতর্ক করা হয়েছে।
১০ আর্মড ব্যাটালিয়ান পুলিশের সহযোগীতায় অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় উপ- পরিচালক অপূর্ব অধিকারীর নেতৃত্বে সহকারী পরিচালক সাফিয়া সুলতানাও উপস্থিত ছিলেন।

সর্বশেষ