১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন করোনায় আক্রান্ত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বরিশাল বাণী ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে ঢামেক করোনা ইউনিটের একটি বিশ্বস্ত সূত্রে এ খবর জানা গেছে।

সূত্র জানিয়েছে, গতকাল রাতে ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের জ্বরসহ করোনা উপসর্গ দেয়া দেয়। সেইসঙ্গে তার শ্বাসকষ্টও বৃদ্ধি পেতে থাকে। এর তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। সেখানে পরীক্ষায় তার করোনাভাইরাসের রিপোর্ট পজেটিভ আসে।

পরীক্ষা-নীরিক্ষা শেষে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হবে বলে জানা গেছে।

এর আগে গতকাল বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এবং মহাসচিব মো. ইহতেশামুল হক চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, রাজধানীসহ সারা দেশে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীসহ করোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়েছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক এক হাজার ৯৭ জন, নার্স ৯৫৭ জন এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী এক হাজার ৪৬০ জন রয়েছেন। প্রাণ হারিয়েছেন ৪৫ চিকিৎসক।

চিকিৎসকদের অধিকাংশই রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবা দিতে গিয়ে করোনায় আক্রান্ত হন। চিকিৎসকদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০৪ জন, মিটফোর্ডের ৫৬ জন, শহীদ সোহরাওয়ার্দীর ১০৩ জন, আজগর আলী হাসপাতালের ২১ জন, বিএসএমএমইউ’র ছয়জন, জাতীয় কিডনি ইনস্টিটিউটের নয়জন, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ১১ জন, শিশু হাসপাতালের ছয়জন, জাতীয় ক্যানসার হাসপাতালের ১০ জন, নিউরো সার্জারি ইনস্টিটিউটের ১১ জন, এভারকেয়ার হাসপাতালের পাঁচজন, বারডেম হাসপাতালের সাতজন, ইউনিভার্সেল হাসপাতালের তিনজন, পঙ্গু হাসপাতালের নয়জন, কুর্মিটোলা হাসপাতালের ১৮ জন এবং কুয়েত মৈত্রী হাসপাতালের ১৭ জন রয়েছেন।

সর্বশেষ