২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

বিজিবি’র ছোঁড়া গুলিতে ভারতীয় এক চোরাকারবারি নিহত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

এম.এ.আর নয়ন, স্টাফ রিপোর্টার:


বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের ছোঁড়া গুলিতে ভারতীয় এক চোরাকারবারি নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম জোনেন এন মারাক (৪৬)। এ ঘটনায় বিজিবি’র এক সদস্য আহত হয়েছে। নিহত ব্যক্তি ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলার রাসনগর এলাকার বাসিন্দা। সোমবার (২৯শে ডিসেম্বর) রাত আনুমানিক ৪টার দিকে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে এই ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা যায়, গতকাল সোমবার দিবাগত গভীর রাতে ময়মনসিংহের ডুমলিকুড়া সীমান্ত দিয়ে একদল ভারতীয় মাদক ব্যবসায়ী বাংলাদেশের অভ্যন্তরে  অনুপ্রবেশ করে। বিষয়টি টের পেয়ে সূর্যপুর বিওপি’র টহল দল ওই মাদক ব্যবসায়ীদের থামতে বলে। এতে মাদক ব্যবসায়ীরা ধারালো দা বিজিবি সদস্য মেহেদি হাসানকে লক্ষ্য করে ছুড়ে মারে। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় আত্মরক্ষার জন্য টহলদলের বিজিবি সদস্যরা মাদক ব্যবসায়ীদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে অন্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই এক ভারতীয় চোরাকারবারি নিহত হয়। পরে নিহত ব্যক্তির প্যান্টের পকেটে থাকা ভারতীয় জাতীয় পরিচয়পত্র থেকে তাঁর পরিচয় পাওয়া যায়।

এ সময় ঘটনাস্থল থেকে দুটি দা, ১২ বোতল ভারতীয় মদ, নিহত ব্যক্তির প্যান্টের পকেট থেকে ২৬০টি ইয়াবা বড়ি, একটি মুঠোফোন ও ভারতীয় জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। এ বিষয়ে আজ মঙ্গলবার বিকেলে গোবরাকুড়া স্থলবন্দর এলাকায় বিজিবি ও গাছুয়াপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যদের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পতাকা বৈঠকে লাশ হস্তান্তরের বিষয়ে আলোচনা হয়।

সর্বশেষ