১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

বিপুল পরিমাণ বিয়ার জব্দ, গ্রেফতার-৩

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। বিপুল পরিমাণ বিয়ার জব্দ করেছে কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ সময় বাসিরুল ইসলাম (২৮), মহেদী হাসান রাব্বি (২৩) ও কার্গো ট্রাকের চালক রুবেল মুন্সী (২৭) কে গ্রেফতার করেছেন। শুক্রবার ভোররাতে পটুয়াাখালীর টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে ২৬ হাজার ৮৮০ ক্যান চাইনিজ বিয়ার জব্দ করা হয়। গ্রেফরকৃত বাসিরুল ইসলামের বাড়ি দিনাজপুর জেলার ফুলবাড়িয়া এলাকায়, মেহেদী হাসান রাব্বির বাড়ি কলাপাড়ার নাচনাপাড়া চৌরাস্তা এলাকায় ও কার্গো ট্রাকের চালক রুবেল মুন্সী বরিশাল কাউনিয়া এলাকার বাসিন্দা । এসময় বিয়ার বহনকারী কার্গো ট্রাকটিও জব্দ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, চায়না থেকে নৌ-পথে এসব মাদক কলাপাড়ায় আসে। এখান থেকে ঢাকায় পাচারকালে জব্দ করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও জানান, এ ঘটনার সঙ্গে আরও যারা জড়িত আছে তদন্ত করে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

সর্বশেষ