১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বিমান বন্দর থানিধীন রামপট্রি গ্রামে প্রতিপক্ষর হামলায় ৪ জন আহত।

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্বপ্রতিবেদক :বরিশাল বিমান বন্দর থানিধীন রামপট্রি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষর হামলায় একই পরিবারের ৪ জন আহত হয়েছে। গত সোমবার বিকেল সাড়ে ৫ টায় রামপট্রি গ্রামে এ ঘটনা ঘটে।পরে স্থানীয়রা আহত সিদ্দিকুর রহমান ঢালী (৪২) রফিক ঢালী (৩৫) সুমনা বেগম (৩০) কে মূমুর্ষ অবস্থায় শেবাচিমে ভর্তি করে ও আহত রফিক এর স্ত্রী সানজিদা (২৭) কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।আহত সূত্রে জানাগেছে সিদ্দিকুর রহমান গংদের ৭ শতাংস জমি নিয়ে পার্শবর্তী কাঞ্চন ঢালী গংদের সাথে বছর খানেক যাবৎ বিরোধ চলে আসছে।এনিয়ে সিদ্দিকুর রহমান গং আদালতে মামলা করলে বিজ্ঞ আদালত সিদ্দিকুর রহমান গংদের পক্ষে ভোগদখলের রায় আসে বলে জানান।তারা আরো জানান সিদ্দিকুর রহমানের পক্ষে রায় আসার পর কাঞ্চন গংরা রাতের আধারে একটি টিনের ঘড় নির্মাণ করে।পরে সিদ্দিকুর থানা জানালে থানাপুলিশ তেমন পদক্ষেপ নেয় নি।পরে স্থানীয় ভাবে শালিস ব্যাবস্থা করলে সেখানে সিদ্দিকুরের পক্ষে রায় আসে।এদিকে প্রতিপক্ষ সিদ্দিকুর কে ফাসাতে তাদের ঔ ঘেরে আগুন দেয়।

পরে থানাপুলিশ বিষয়টি জানতে পেরে কাঞ্চন গংদের মামলা নেয় না।এরপর ক্ষিপ্ত হয় কাঞ্চন গং। দেশিও অস্র সস্র নিয়ে কাঞ্চন ঢালী,জসিম ঢালী,জামাল,মিরাজ,নুপুর,বকুল, তুলি,সুখি,ও মিনারা তাদের এলোপাতারি মারধর করে।পরে আহতদের ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে তাদের মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে শেবাচিমে ভর্তি করে।এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ