১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বিশখালী নদীতে পড়ে বরিশাল হাতেম আলী কলেজের ছাত্র নিখোঁজ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ঝালকাঠির রাজাপুরে বিশখালী নদীতে পড়ে মো. রাকিব হাওলাদার (২২) নামে এক কলেজছাত্র নিখোঁজ রয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বাদুরতলা লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত নিখোঁজ কলেজছাত্রের সন্ধান মেলেনি। নিখোঁজ রাকিব উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পুখরিজানা গ্রামের মো. রাজ্জাক হাওলাদারের ছেলে এবং বরিশালের হাতেম আলী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষে শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাতে বাদুরতলা লঞ্চঘাটের পাশে নোঙর করা ছোট একটি বালূর জাহাজে বসে কয়েকজন বন্ধুদের নিয়ে গল্প করছিল রাকিব। এ সময় নদী থেকে ঢাকাগামী একটি বড় লঞ্চ যাচ্ছিল। লঞ্চের ঢেউ এসে বালুর জাহাজে আছড়ে পড়ে। এতে শরীরে পানি ঝাপটা লাগলে গল্পরত সবাই লাফিয়ে লঞ্চঘাটের পন্টুনে চলে যেতে পারলেও রাকিব পা পিছলে নদীতে পড়ে যায়। এ সময় ঢেউয়ের তোড়ে বালুর জাহাজটি লঞ্চঘাটের পন্টুনের সাথে এসে মিশে যায়। পন্টুন ও বালুর জাহাজের মাঝখানে চাপাপড়ে রাকিব নদীতে তলিয়ে যায়।

আজ সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও নিখোঁজ রাকিবের স্বজনরা ট্রলার নিয়ে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। রাজাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জলিল সিকদার বলেন, ঘটনার পর থেকেই নিখোঁজ কলেজছাত্রের সন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস। ঝালকাঠি থেকে একটি ডুবুরিদল এর মধ্যে চলে এসেছে। তবে নদীতে তীব্র স্রোত থাকায় ডুবুরিদলের কাজ করতে বেগ পেতে হচ্ছে। তবে ঘটনাস্থলের পূর্ব ও পশ্চিম দিকের অন্তত ১০ কিলোমিটার এলাকায় ট্রলার ও জাল দিয়ে অনুসন্ধান চলছে।

সর্বশেষ