১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বিশ্ব ইজতেমা মাঠে নগদ কাবিনে ৬৪ বিয়ে

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নগদ কাবিন পরিশোধে বিশ্ব ইজতেমার টঙ্গী মাঠে ৬৪ বিয়ে সম্পন্ন হয়েছে। শনিবার নগদ কাবিনের টাকা পরিশোধে মধ্য দিয়ে বর ও কনের নাম ঘোষণা করে এ বিয়েগুলো সম্পন্ন হয়। এ ৬৪টি বিয়ে বয়ানের মিম্বর থেকে সম্পন্ন করান ভারতের মুরব্বিদের মরহুম জু্বায়রুল হাছানের ছেলে মাওলানা জুহায়রুল হাছান। বিয়ে শেষে নব দম্পতিগুলোর  জন্য  দোয়া ও মাঠে খেজুর বিতরণ করা হয়।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ইজতেমার মাঠ আলেমি শুরার নারায়ণগঞ্জ তাবলিগ কর্মী জালাল মিয়া। তিনি জানান, এখানে নগদ কাবিনের শর্তেই বর-কনের মধ্যে বিয়ে সম্পন্ন হয়। মেয়ের পরিবারের পক্ষ থেকে মেয়ের অভিভাবক মেয়ের এজিন (অনুমতি) নিয়ে মাঠে হাজির থাকেন। মাঠে বিয়ের শর্ত বরকে পুরো কাবিনের টাকা কনে পক্ষকে পরিশোধ করতে হয়। এর মধ্যে ১ লাখ টাকা কাবিনের একটি বিয়ে ৮০ হাজার টাকা নগদ ও ২০ হাজার  টাকা বাকি ছিল। কিন্তু মাঠেই ২০ হাজার টাকা যোগাড় করে ১ লাখ টাকা পরিশোধ করেই বিয়ে সম্পন্ন করা হয়।

সর্বশেষ