১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বিমানবন্দরে গৃহবধূকে মারধর।। বঙ্গোপসাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা: চরম দুশ্চিন্তায় জেলেরা ! মায়ের বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ মেয়ের, শাস্তির দাবিতে মানববন্ধন উজিরপুরে তাবিজ দেয়ায় ইমামকে বহিষ্কার, খুলে নেওয়া হলো দানের মালামাল বাউফলে বজ্রপাতে শ্রেণি কক্ষে সংজ্ঞা হারিয়ে হাসপাতালে দুই শিক্ষার্থী চরফ্যাশনে বিদ্যুৎস্পৃ*ষ্টে প্রাণ গেল শিশুর দশমিনায় মোবাইল না দিয়ে মায়ের বকাঝকা, এসএসসি পাস শিক্ষার্থীর আ*ত্মহ*ত্যা দুমকিতে কাওসার আমিনের উঠােন বৈঠকে হাজার হাজার জনতার ঢল গলাচিপা উপজেলা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ১৫ জন ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকবেন হজ ইসলামের অন্যতম স্তম্ভ

বিষ প্রয়োগে হালদায় মাছ শিকার, আটক ১

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

উপমহাদেশের অন্যতম মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে বিষ প্রয়োগ করে মাছ শিকারের সময় আলমগীর নামে এক ব্যক্তিকে আটক করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে হালদা নদীর গড়দুয়ারা ইউনিয়নে হালদা রিসোর্স সেন্টারের পাশে গচ্ছাখালী খালের পশ্চিম পাশে বিষ প্রয়োগ করে মাছ শিকারের সময় তাকে আটক করা হয়। পরে তাকে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহিদুল আলম এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। সাজা পরোয়ানামূলে আসামি আলমগীরকে জেল হাজতে প্রেরণ করা হয়। দণ্ডপ্রাপ্ত মো. আলমগীর উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলম বলেন, অভিযানের খবর পেয়ে মাছ শিকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইস্কান্দার হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত আলমগীরকে ইউনিয়ন পরিষদে নিয়ে যান। পরে আমরাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা খুঁজে পাই। এ সময় তার কাছে বিষ দিয়ে শিকার করা বেশকিছু চিংড়ি পাওয়া যায় এবং তা জব্দ করা হয়। পরে ঘটনাস্থলে গড়দুয়ারা ইউপি চেয়ারম্যান ও সংশ্লিষ্টদের উপস্থিতিতে অভিযুক্তের স্বীকারোক্তির ভিত্তিতে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

হালদা রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, এভাবে বিষ প্রয়োগ করে মাছ নিধন সম্পূর্ণ অন্যায়। কার্যত এর মাধ্যমে প্রাকৃতিক মৎস্য নিধনই চলছে। এ ব্যাপারে প্রশাসনের সক্রিয়তার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দাদের আরও বেশি সচেতন ও সতর্ক হতে হবে। অন্যথায় প্রাকৃতিক মৎস্যের আধার খ্যাত এ হালদা নদী এক সময় মাছ শূন্য হওয়ার শঙ্কা আছে।

সর্বশেষ