১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বিমানবন্দরে গৃহবধূকে মারধর।। বঙ্গোপসাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা: চরম দুশ্চিন্তায় জেলেরা ! মায়ের বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ মেয়ের, শাস্তির দাবিতে মানববন্ধন উজিরপুরে তাবিজ দেয়ায় ইমামকে বহিষ্কার, খুলে নেওয়া হলো দানের মালামাল বাউফলে বজ্রপাতে শ্রেণি কক্ষে সংজ্ঞা হারিয়ে হাসপাতালে দুই শিক্ষার্থী চরফ্যাশনে বিদ্যুৎস্পৃ*ষ্টে প্রাণ গেল শিশুর দশমিনায় মোবাইল না দিয়ে মায়ের বকাঝকা, এসএসসি পাস শিক্ষার্থীর আ*ত্মহ*ত্যা দুমকিতে কাওসার আমিনের উঠােন বৈঠকে হাজার হাজার জনতার ঢল গলাচিপা উপজেলা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ১৫ জন ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকবেন হজ ইসলামের অন্যতম স্তম্ভ

বরগুনায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষন, মূলহোতা গ্রেফতার

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বরিশাল বাণী: বরগুনায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষনের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভূক্ত প্রধান আসামী মোঃ মজিবুর রহমান খান (৫০) কে গ্রেফতার করেছে র‌্যাব-৮ এর সদস্যরা।
মঙ্গলবার (০৪ এপ্রিল) দুপুরে বরিশাল নগরের রুপাতলীস্থ র‌্যাব-৮ এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন অধিনায়ক লেঃ কর্নেল মাহমুদুল হাসান।
এরআগে র‌্যাব-৮ ও র‌্যাব-১০ এর যৌথ অভিযানে রাজধানী ঢাকার মিরপুর এলাকা থেকে মোঃ মজিবুর রহমান খানকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোঃ মজিবুর রহমান খান বরগুনা উপজেলার বেতাগী থানাধীন খাড়াকান্দা এলাকার মতিউর রহমান খানের ছেলে।
র‌্যাব জানায়,
গত ২৯ মার্চ সকাল ১০ টার দিকে বরগুনা জেলার বেতাগী থানার ঝিলবুনিয়ার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তার ১৪ বছরের বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে নিয়ে পৌরসভাস্থ বাজারের ব্রীজের কাছে যায়। পরবর্তীতে রিক্সা আনার কথা বলে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী বাবাকে রেখে সেখান থেকে গেলেও আর ফিরে আসেনি।
অনেক খোঁজাখুজির পর কিশোরীর বাবা জানাতে পারে মোঃ মজিবুর রহমান খান তার মেয়েকে ফুসলিয়ে নিজ বাসায় নিয়ে গেছে। এরপর স্থানীয় লোকজন মিলে অনেক খোঁজাখুজি করেও পায়নি। পরবর্তীতে ৩১ মার্চ রাত সাড়ে ১২ টার দিকে স্থানীয় লোকজন বুদ্ধি প্রতিবন্ধী ওই কিশোরীকে বেতাগী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ির সামনের সড়কে দেখতে পেয়ে পরিবারকে জানায়। মেয়েকে উদ্ধারের পর বাবা ঘটনার বিস্তারিত জানতে পারেন। যেখানে মেয়ে জানায়, তাকে গত দুই দিন মজিবুর রহমান খান (৫০) নিজ বাড়িতে রেখে জোরপূর্বক ধর্ষণ করে।
এরপর বুদ্ধি প্রতিবন্ধী ওই কিশোরী বাবা মোঃ মজিবুর রহমান খান(৫০)’কে প্রধান আসামী করে বেতাগী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
র‌্যাব-৮ এর অধিনায়ক লেঃ কর্নেল মাহমুদুল হাসান বলেন, র‌্যাব-৮, সিপিসি-১ বিষয়টি গুরুত্বসহকারে আমলে নিয়ে কার্যক্রম আরম্ভ করে এবং আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা জানতে পারে মোঃ মজিবুর রহমান খান আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে রাজধানীর মিরপুর এলাকায় অবস্থান করছে। র‌্যাব-৮ ও র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উক্ত সংবাদের ভিত্তিতে মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী মোঃ মজিবুর রহমান খান ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার বিষয়টি র‌্যাবের কাছে স্বীকার করেছে বলে জানিয়ে র‌্যাব-৮ এর অধিনায়ক লেঃ কর্নেল মাহমুদুল হাসান বলেন, কিশোরী মেয়েটিকে সে আটকে রেখে যৌনবর্ধক ট্যাবলেট খাইয়ে ধর্ষণ করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমাদের জানিয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরগুনা জেলার বেতাগী থানায় হাস্তান্তর করা হবে বলেও জানিয়ে র‌্যাব-৮ এর সিপিএসসি কোম্পানির অধিনায়ক (উপ-পরিচালক) মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, গ্রেফতার মোঃ মজিবুর রহমান খান বেসরকারি একটি ‍ওষুধ কোম্পানিতে চাকুরি করেন।
সংবাদ সম্মেলনে র‌্যাব-৮ এর সিনিয়র সহকারি পরিচালক রবিউল ইসলামসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ