১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বৃষ্টিপাত বাড়ার আভাস

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের প্রভাবে তাপপ্রবাহের তীব্রতা কমে আসছে। সেইসঙ্গে বাড়ছে বৃষ্টিপাতের প্রবণতা।জানা যায়, শুক্রবার (২১ মে) ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং কুমিল্লা ও কুষ্টিয়া অঞ্চলসহ ঢাকা, রংপুর ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।অন্যদিকে সীতাকুন্ড, চাঁদপুর, নোয়াখালী ও ফেনী জেলাসহ ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আগামী দু’দিনে বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে, যা প্রথমে নিম্নচাপ পরে ঘূর্ণিঝড়ে রুপ নিতে পারে। ফলে বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

সর্বশেষ