২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বৃষ্টি-বন্যার অজুহাত দেখিয়ে কাঁচাবাজারে নৈরাজ্য

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা।।
চলমান বৃষ্টিতে দিন দিন দুর্ভোগ বাড়ছে সাধারন মানুষের । এসবের মধ্যে এই বন্যার অজুহাত দেখিয়ে পটুয়াখালীর দশমিনা উপজেলার সকল হাট-বাজার গুলোতে সবজির দাম নিয়ে চলছে এক ধরনের নৈরাজ্য ৬৫-৮০টাকার নিচে মিলছে না কোন সবজিই। সবজির দাম নিয়ে ব্যবসায়ীরা বলেন, চতুর্দিকে নানা কারনে সবজি সরবরাহে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। আর তাই রীতি অনুযায়ী দাম বাড়ছে। তবে ক্রেতাদের অভিযোগ চাহিদার সঙ্গে যোগানের গাটতি হলে যেমন দাম বাড়ে তেমনি যোগান পরিমিত হলে চাহিদা অনুযায়ী দাম কমে যাওয়ার কথা। কিন্তু সবজি ব্যবসায়ীরা যতই ঘাটতির কথা বলেন, ততই তাদের কাছে সবজি আরো বেমি দেখা যায়। চালের বাজারেও বিরাজ করছে একই অবস্থা মাস কানের আগে হঠাৎ বেড়ে যাওয়া দাম আর নতুন চাল আমদানির পরেও দাম বেড়েছে। চালের দাম সম্পর্কে উপজেলার গছানী বাজারের ব্যবসায়ী মো. শাহজাহান হোসেন আর সবজি বিক্রেতা মো. সুলতান সরদার জানান, বৃষ্টির কারনে সব জায়গায় দাম বেশি দেখা দিয়েছে। বহু সবজি পানিতে নষ্ট হচ্ছে। আর রাস্তা য়াটের বেহাল দশার কারনে যেসব সবজি আসছে বহু সময় পর এসব কারনে সবজির সরবরাহ একন যে কোনো সমেের তুলনায় কম।

সর্বশেষ