৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বেকার জীবন অভিশপ্ত —বিপুল চন্দ্র রায়

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বেকার জীবন অভিশপ্ত

—বিপুল চন্দ্র রায়

বয়স হইলো ত্রিশ বত্রিশ

চাকরি হইলো না,

হামার বাপের একটাই কথা

অপদার্থ চাকরি ছাড়া ঘরে উঠিস না।

অমুকের বেটা তমুক হইলো,

সুন্দরী সুন্দরী বৌ মা আনলো,

হামার বেটা বেকারেই রইলো।

লজ্জা শরম নাই এত বড়ো ছেলে

বাপের হোটেলে ঘুরি বেড়ে খাও।

আরো আছে গ্রামে ছেলে,

তাদের থেকে শিক্ষা নাও।

সোনার হরিণের পিছে ছুটতে ছুটতে,

বয়স হইছে শেষ নাহি বুঝতে পারি,

একটা ছিল প্রিয়সখী সেও গেছে ছাড়ি,

কি করব হায়!

বয়স হইল ত্রিশ বত্রিশ

বিয়া হইলো না

পাত্রীর বাপে কয়

বেকারের চেয়ে মেকার ভালো

তবুও

বেকারের সাথে মেয়ের বিয়ে দিবনা।

আমি বেকার অকাজের মানুষ,

বেকার জীবন অভিশপ্ত

এই জীবন রাখবনা ,

মায় শুনি কয়, ও মোর বাপ ধন,

তুই না থাকলে আমি বাঁচব না।
——–

রাজারহাট-কুড়িগ্রাম।

সর্বশেষ