২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

ভাণ্ডারিয়ায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় পিকআপের ধাক্কায় আবু জাফর তালুকদার (৪৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার দুপুরে ভাণ্ডারিয়া উপজেলার ইকড়ি বোর্ড স্কুল এলাকায় মঠবাড়িয়া-ভাণ্ডারিয়া সড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহত আবু জাফর তালুকদার জেলার মঠবাড়িয়া উপজেলার তুষখালী গ্রামের মোদাচ্ছের আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ভাণ্ডারিয়া থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস বলেন, জাফর মোটরসাইকেলে করে দুধ নিয়ে মঠবাড়িয়া থেকে ভাণ্ডারিয়া যাচ্ছিলেন। পথে পিকআপটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ পিকআপ আটক করেছে।

এদিকে পিকআপ চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি মাসুমুর রহমান বিশ্বাস।

সর্বশেষ