১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

ভাণ্ডারিয়ায় প্রতিপক্ষের মারধরে মৎস্যজীবী নিহত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার পূর্ব পশারীবুনিয়া গ্রামে প্রতিপক্ষের মারধরে পরেশ হালদার (৬০) নামে এক মৎস্যজীবী নিহত হয়েছেন। গতকাল রোববার (২৬ এপ্রিল) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত পরেশ হালদার পশারীবুনিয়া গ্রামের সখানাথ হালদারের ছেলে।

এ ঘটনায় পুলিশ নির্মল হালদার ও তার ছেলে শুভ্র হালদারকে আটক করেছে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে পরেশ হালদার প্রতিদিনের ন্যায় পশারীবুনিয়া নাথপাড়া খালে বাঁধা জাল পাততে যায় । এ সময় নির্মল হালদার ও তার ছেলে শুভ্র হালদার ও নারায়ণ মিস্ত্রি একই জায়গায় জাল পাততে চাইলে পরেশ এতে বাধা দেয়। এ সময় উভয়পক্ষের বাকবিতণ্ডার একপর্যায়ে পরেশ হালদারকে লাঠি দিয়ে আঘাত ও কিলঘুষি মারতে থাকে প্রতিপক্ষরা। এ সময় পরেশ প্রাণ ভয়ে দৌড়ে তার নিজ বাড়িতে চলে এলে প্রতিপক্ষ তার পেছন পেছন তার ওপর হামলা চালাতে সেখানে যায়।

প্রতিপক্ষের মারধরের একপর্যায়ে পরেশ হালদার তার স্বজনদের সামনেই নিজ বাড়ির আঙিনায় লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই মারা যান।

ভাণ্ডারিয়া থানার পরিদর্শক (ওসি/তদন্ত) মো. মেহেদি হাসান জানান, গতকাল রোববার রাতে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’

সর্বশেষ