১৭ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

ভান্ডারিয়ায় যুবককে কুপিয়ে জখমের অভিযোগ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

স্টাফ রিপোর্টার।।পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার পশারি বুনিয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে সুবিমল মণ্ডল(৩৫) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। শনিবার (১৮ মে) সকাল সাড়ে১০ টায় পশারি বুনিয়া মন্ডল বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহতকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন সুবিমল জানান, তাদের সাথে পার্শ্ববর্তী প্রতিশ মন্ডলের দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে পূর্ব শত্রুতা চলে আসছে। তারই সূত্র ধরে ঘটনার দিন শনিবার সকালে তুচ্ছ ঘটনা নিয়ে তার সাথে প্রতিশের মধ্যে তুমুল ঝগড়া হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে প্রতিশ মন্ডল, পীযুষ মন্ডল,ও অণিমা রানী সহ অজ্ঞাত আরো কয়েকজন তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে তাৎক্ষণিক ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানের চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তার মাথার হাড় ভেঙে গিয়েছে বলে জানিয়েছেন ওই ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

সর্বশেষ