১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ভান্ডারিয়ায় ককটেল ফাটিয়ে ও কুপিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পিরোজপুর প্রতিনিধি ::: পিরোজপুরের ভান্ডারিয়ায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ব্যবসায়ীর দুই লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় টাকা বহনকারী তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত করে দুর্বৃত্তরা। পুড়িয়ে দেওয়া হয় তাদের একটি মোটরসাইকেলও। পরে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় করা মামলায় ছয়জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

বুধবার (২ মে) রাত ৯টার দিকে ভান্ডারিয়ার গৌরীপুর ইউনিয়নের রাধানগর গ্রামের আমান উল্লাহ কলেজ সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের বরাতে পুলিশ জানায়, মঠবাড়ীয়ার কাঠ ব্যবসায়ী হানিফ ফরাজী, রাজীব ফরাজী ও রনি কবিরাজ মোটরসাইকেলে করে কাঠালিয়া থেকে ভান্ডারিয়া হয়ে মঠবাড়ীয়া যাচ্ছিলেন। রাত ৯টার দিকে ভান্ডারিয়ার গৌরীপুর ইউনিয়নের রাধানগর গ্রামের আমান উল্লাহ কলেজ সংলগ্ন সড়কে এলে সেখানে একটি মাইক্রোবাসে আগে থেকে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তাদের পথরোধ করে। এসময় ওই তিন ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। ছিনিয়ে নেওয়া হয় তাদের কাছে থাকা দুই লাখ টাকা। এসময় তাদের মোটরসাইকেলটি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত তিনটি ককটেল উদ্ধার করে।

ব্যবসায়ী হানিফ ফরাজী বলেন, ‘কাঠ কিনতে আমরা কাঠালিয়া যাই। সেখানে কয়েটি স’মিলে কাঠ দেখে বাড়ি ফেরার সময় আমান উল্লাহ কলেজ সংলগ্ন সড়কে এলে আগে থেকে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পথরোধ করে আমাদের ওপর হামলা চালায়। এসময় আমার কাছে থাকা দুই লাখ টাকা ছিনিয়ে নেয় তারা।’

তিনি আরও বলেন, ‘হামলায় রাজীব ফরাজী গুরুতর আহত হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।’

এ ঘটনায় ভান্ডারিয়া থানায় মামলা করেছেন এই ব্যবসায়ীর।

মামলার বিষয়টি নিশ্চিত করে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহম্মদ হোসেন বলেন, ‘এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে এখনই সব বলা যাচ্ছে না।’

সর্বশেষ