৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ভারতের সহজ জয়

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

স্পোর্টস ডেস্ক।।
সিডনিতে ভারতের দেওয়া বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই মুখ থুবড়ে পড়ে নেদারল্যান্ডস। কেননা ভারতের সামনে দাঁড়াতেই পারেনি ডাচ ব্যাটাররা, ম্যাচ হেরেছে ৫৬ রানের ব্যবধানে। ব্যাট করতে নেমে শুরুতে এদিন ওপেনার বিক্রমজিত সিং ১ রান করে ফেরেন। এরপর ম্যাক্স ও’ডাউড এবং ব্যাস ডি লিডি ইনিংস মেরামতের কাজ চালাতে থাকেন। তবে এই দুই ব্যাটারই ফিরে যান ব্যক্তিগত ১৬ রান করে। এরপর কলিন অ্যাকারমান এবং টম কুপার চেষ্টা করেও ব্যর্থ হন। অ্যাকারমান ফেরেন ১৭ তে এবং কুপার ফেরেন ৯ রানে।

৬২ রানে ৪ উইকেট পড়লে দলের হয়ে কিছু সময় টিম পিঙ্গেল লড়াই চালালেও, বড় ইনিংস খেলতে তিনিও ব্যর্থ হন। ফিরেছেন ১৫ বলে ২০ রান করে। এরপর ডাচদের হয়ে আর বলার মত রান কেউ করতে পারেননি। তবে শেষ দিকে শারিজ আহমেদের ১৬ এবং পল মিকরিনের ১৪ রানে কেবল হারের রানের সংখ্যা কমায় নেদারল্যান্ডস।

নির্ধারিত ২০ ওভার শেষে শেষ পর্যন্ত ডাচরা সংগ্রহ করে ১২৩ রান, ৯ উইকেট হারিয়ে। ভারতের হয়ে ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং এবং রবিচন্দন অশ্বিন ২ টি করে উইকেট নেন। এছাড়া ১ উইকেট নেন মোহাম্মদ শামি।

এর আগে নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করে বড় সংগ্রহ করে ভারত। দলটির হয়ে এদিন রোহিত শর্মা ভালো শুরু এনে দেন। তবে কেএল রাহুল ৯ রানে ফিরে গেলে চাপে পড়ে ভারত। সে চাপকেই জয় করেন রোহতি-কোহলি জুটি। তুলে নেন অর্ধ-শতক যদিও ৫৩ করে ফিরে যান এই ভারতীয় অধিনায়ক।

রোহিতের বিদায়ের পর দলের দায়িত্ব নেন বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদব। দুজন মিলেই শুরু করেন ঝোড়ো ব্যাটিং। শেষ পর্যন্ত কোহলি করেন ৪৪ বলে ৬২ রান এবং যাদব করেন ৫১ রান। নির্ধারিত ওভার শেষে ভারত ২ উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ১৭৯ রান।

সর্বশেষ