১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

ভেজাল ও অবৈধ ওষুধ বিক্রির দায়ে ব্যবসায়ী আটক

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক : মানহীন ভেজাল ও অবৈধ ওষুধ বিক্রির দায়ে ব্যবসায়ী আটক। বৃহস্পতিবার (২মার্চ) দুপুরে ওষুধ প্রশাসন অধিদপ্তর ভোলার ড্রাগ সুপার ইফ্রাহিম ইকবাল চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় চরফ্যাশন হাসপাতাল রোডে অবস্থিত মা মেডিক্যাল হলের মালিক শাহীনকে ভেজাল ঔষধ বিক্রি, অবৈধ বিদেশি ঔষধ মজুদ ও ভ্যাট ফাঁকি দেয়া সহ মোট ৫টি অভিযোগে আটক করে চরফ্যাশন থানাপুলিশ। এসময় বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর চাউর হলে বাজারের একাধিক ওষুধ ফার্মেসী ব্যবসায়ী দোকান বন্ধ করে পালিয়ে যান। এ প্রসঙ্গে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবদুল্লাহ মতিন খান ও ড্রাগ সুপার ইফ্রাহিম ইকবাল জানান, দুপুরে মা মেডিক্যালে অভিযান পরিচালনাকালে ভেজাল ও নিম্নমানের ওষুধ বিক্রি,অবৈধ বিদেশি ওষুধ মজুদ ও ভ্যাট ট্যাক্স ফাঁকি দেয়া সহ মোট ৫টি অভিযোগে দোকান মালিক শাহিনকে ভ্রাম্যমাণ আদালতে
আটক করা হলেও অবৈধ ওষুধ বিক্রি করবেনা মর্মে মুচলেকায় ৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে। ড্রাগ সুপার আরও বলেন, অভিযানের সময় কেমিস্ট সমিতির সম্পাদক জালাল উদ্দিন তার শওকত মেডিকেলসহ অন্যান্য দোকানগুলোও মুহুর্তের মধ্যেই বন্ধ করে পালিয়ে যায়। এসব ব্যবসায়ীরা সরকারকে ভ্যাট ট্যাক্স ফাঁকি দেয়াসহ অবৈধ বিদেশি ওষুধ বিক্রি, নকল ও ভেজাল ওষুধ বিক্রি করছে বলেও অভিযোগ রয়েছে।

সর্বশেষ