১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ভোলায় স্বাস্থ্যবিধি না মানায় ৫৬ জনকে জরিমানা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ইয়াছিনুল ঈমন, ভোলা প্রতিনিধি।

আজ ১১/০৪/২০২১ খ্রি. তারিখে ভোলা জেলায় করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউন বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক পরিধান না করায় ও লকডাউন অমান্য করে নির্দিষ্ট সময়ের পর দোকান খোলা রাখায় ভোলা সদর (১৯), দৌলতখান(৩), লালমোহন(২৩) বোরহানউদ্দিন(৭) ও তজুমদ্দিন(৪) উপজেলায় মোট ৫৬ মামলায় ৫৬ জনকে ৩২,২৫০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং জনসাধারনকে মাস্ক ব্যবহারে ও লকডাউন এর নির্দেশনা মেনে বিকাল ৫টার মধ্যে সকল দোকানপাট বন্ধ করার জন্য সতর্ক করা হয়।

ভোলা সদর= 2850/-(19 জন)
দৌলতখান= 1200/-(3 জন)
বোরহানউদ্দিন= 9200/-(7 জন)
লালমোহন= 18400/-(23 জন)
তজুমদ্দিন = 600/-(4 জন)

সর্বশেষ