১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ভোলার ইলিশায় মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্ধোধন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ইয়াছিনুল ঈমন, ভোলা প্রতিনিধি।

ভোলা সদর উপজেলার ইলিশা জংশনে অতি দরীদ্র নারীদের বিনামূল্যে মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্ধোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রশিক্ষণের উদ্ধোধন করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন।
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের প্রসপারিটি প্রকল্পের লাভলিহুড কম্পোনেন্টের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এ প্রশিক্ষণের আয়োজন করে। উদ্ধোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক কর্মসুচি হুমায়ুন কবীর, প্রসপারিটি প্রকল্প সমন্বয়কারী আবু বকর, সহকারী পরিচালক কৃষিবিদ আনিসুর রহমান টিপু, পুষ্টিবিদ বাবুল আখতার, টেকনিক্যাল অফিসার মনিরুল ইসলাম প্রমুখ। প্রশিক্ষণে ২৫ জন অতিদরীদ্র নারী অংশ নেয়। প্রশিক্ষণ শেষে তাদের বিনামূল্যে সেলাই মেশিন দেয়া হবে।

সর্বশেষ