৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

ভোলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে তিনগুণ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ভোলা প্রতিনিধি :: ভোলায় চলতি মাসে করোনা আক্রান্তের সংখ্যা তিনগুণ বৃদ্ধি পেয়েছে। গত ফেব্রুয়ারি মাসে করোনা আক্রান্তের সংখ্যা ২০ জনে থাকলেও তা মার্চ মাসে তিনগুণ বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে। এরমধ্যে গত পাঁচ দিনেই আক্রান্ত হয়েছে ৩০ জন।

সোমবার (২৯ মার্চ) পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭২ জনে দাঁড়িয়েছে।

করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় জেলার সাধারণ মানুষের মধ্যে একধরনের আতঙ্ক বিরাজ করলেও স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে এক শ্রেণির মানুষের উদাসীনতা লক্ষ্য করা গেছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্য বিধি মানার ব্যাপারে একাধিক নির্দেশনা দেয়া হলেও খোদ তাদের আয়োজিত অনুষ্ঠানগুলোর দর্শক সারিতে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর বিভিন্ন কর্মসূচিতেও একই চিত্র দেখা গেছে। এতে করে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

গত ২৪ ঘণ্টায় ভোলায় নতুন আরো ১১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ১১ জনই ভোলা সদর উপজেলার বাসিন্দা। এ ছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ১০ জনের।

ভোলার সিভিল সার্জন দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত এক হাজার ৭২ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৯৯৬ জন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় আক্রান্ত ৬৬১ জনের মধ্যে সুস্থ ৬০৮ জন। দৌলতখানে আক্রান্ত ৫৮ জনের মধ্যে সুস্থ ৫৬ জন। বোরহান উদ্দিনে আক্রান্ত ১১৬ জনের মধ্যে সুস্থ ১১৩ জন, তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৪৯ জনের মধ্যে সুস্থ ৪৮ জন, লালমোহনে আক্রান্ত ৮৬ জনের মধ্যে সুস্থ ৭৩ জন, চরফ্যাশনে আক্রান্ত ৭০ জনের মধ্যে সুস্থ ৬৬ জন এবং মনপুরা উপজেলায় আক্রান্ত ৩২ জনের মধ্যে সুস্থ ৩২ জন। আক্রান্তরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্বাবধানে আইসোলেশনে রয়েছেন।

এ ছাড়াও করোনা আক্রান্ত হয়ে ভোলা সদর, দৌলতখান, লালমোহন ও চরফ্যাশনে ১০ জনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত হয়ে জেলার বাইরে ও উপসর্গ নিয়ে আরো অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, ভোলা থেকে এ পর্যন্ত ১০ হাজার ২৪৫ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করা হয়েছে।

সর্বশেষ