১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
জাল ভোট পড়লেই ভোটকেন্দ্র বন্ধ : ঝালকাঠিতে ইসি আহসান বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ বাস্তবায়নে মাঠে নেমেছে পুলিশ বরগুনায় জুয়া খেলার ছবি তোলায় সাংবাদিককে মা*রধর, ক্যামেরা ছিন*তাই দুর্যোগ মোকাবিলায় ১ কোটি স্বেচ্ছাসেবী গড়ে তোলার পরিকল্পনা মঠবাড়িয়ায় মাদ্রাসার নিয়োগে ৫০ লক্ষ টাকার উৎকোচ বানিজ্য ! পাথরঘাটায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে চেয়ারম্যান পদপ্রার্থীকে শোকজ বরিশালে বাড়ছে তালপাখার চাহিদা অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে বরিশাল স্টেডিয়ামে : পানিসম্পদ প্রতিমন্ত্রী গলাচিপায় নাগরিক কমিটি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রেস বিফ্রিং যুক্তরাজ্যে বিশ্ব রেকর্ড গড়লেন বাংলাদেশী চিকিৎসক ডা. শরিফুল হালিম

ভোলায় করোনা জয়ী সাংবাদিক মনিরকে পুলিশ সুপারের শুভেচ্ছা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ইয়াছিনুল ইমন,ব্যুরো চীফ, ভোলা ।

ভোলায় দৈনিক কালবেলা পত্রিকার জেলা প্রতিনিধি প্রভাষক মোঃ মনিরুল ইসলামকে করোনা থেকে আরোগ্য লাভ করায় সংবর্ধনা দিয়েছেন জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। শনিবার (২৯ আগস্ট) সকাল ৯ টায় সাংবাদিক মনিরুল ইসলামের বাসভবনে উপস্থিত হয়ে তার হাতে ফুলের তোরা তুলে দিয়ে শুভেচ্ছা জানান সরকার কায়সার। এসময় তার বাসার নির্ধারিত লকডাউন তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন ভোলা সদর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আশ্রাফুল ইসলাম লাভু, ভোলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ তৈয়বুর রহমান, ভোলা পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শামীম আহমেদ, দৈনিক ভোলার বাণী সম্পাদক মোহাঃ মাকসুদুর রহমান, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মোঃ তালহা তালুকদার বাঁধন, দেশ টিভি প্রতিনিধি ছোটন সাহা, চ্যানেল ২৪ প্রতিনিধি আদিল হোসেন তপু, দৈনিক তৃতীয় মাত্রা প্রতিনিধি ইয়াছিনুল ঈমনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ। করোনাকালের শুরু থেকে সাংবাদিক মনিরুল ইসলাম তার ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান বিয়ে বাজারের ব্যানারে করোনা প্রতিরোধে হাত ধোয়া কর্মসূচি, সচেতনতা মূলক প্রচারণা, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, সাবান ও ডিটারজেন্ট বিতরণ, খাদ্য সামগ্রী বিতরণ, শিশু খাদ্য বিতরণসহ নানান রকম কার্যকরী ভূমিকা পালন করেছেন। যার মধ্যে হাত ধোয়া কর্মসূচি এখনো চলমান রয়েছে। এসময় তার সাথে জেলার বেশ কিছু সেচ্ছাসেবী সামাজিক সংগঠন একাত্মতা প্রকাশ করে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। উল্লেখ্য গত ১৪ আগস্ট সাংবাদিক মোঃ মনিরুল ইসলামের এর করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসলে প্রশাসনের পক্ষ থেকে তার বাসভবন লকডাউন করা হয়। দীর্ঘ ১৪ দিন নিজ বাসায় হোম কোয়ারেন্টাইনে থেকে করোনা চিকিৎসা নেন তিনি। এরপর গত ২৮ আগস্ট তার করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ আসলে শনিবার প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার তাকে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা জানান এবং তার বাসভবনের নির্ধারিত লকডাউন তুলে দেন।

সর্বশেষ