১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

ভোলায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ইয়াছিনুল ঈমন, ব্যুরো চীফ, ভোলা।

ভোলার লালমোহনে জমি নিয়ে বিরধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ইউসুফ আলী আরিন্দা (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের সিকদারহাট গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইউসুফ আলী একই এলাকার মৃত গফুর আলী আরিন্দার ছেলে। এঘটনায় নিহতের ছেলে শাহে আলম ও পুত্রবধূ মমতাজসহ ৪ জন আহত হয়েছে।
স্থানীয়রা জানান, নিহত ইউসুফ আলীর সাথে দীর্ঘদিন ধরে প্রতিবেশিদের সাথে জমি নিয়ে বিরোধ চলছিলো। শনিবার দুপুরের দিকে বাড়ির দক্ষিণ পাশে ফসলী জমির বেড়া দেয়া নিয়ে পাশ্ববর্তী বাড়ির আজাহার, ছিটু, ইব্রাহিম, শহিদুল ও জাকির আল ইসলামদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা ইউসুফ আলীর উপর হামলা চালালে সে গুরুত্বর আহত হয়। পরে তাকে বাড়িতে নিলে সেখানে তিনি মারা যান। এছাড়া নিহতের ছেলে শাহে আলম ও পুত্রবধূ মমতাজসহ ৪ জন আহত হয়।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ছয়জনকে আসামি করে একটি মামলার দায়ের করা হয়েছে।
হামলার ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি

সর্বশেষ