১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ভোলায় নকল জুুুুস তৈরির কারখানার সন্ধান, মালিকের ৩ মাসের কারাদণ্ড

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

চরফ্যাশন প্রতিনিধি ::: ভোলার চরফ্যাশনে একটি কারখানায় অভিযান চালিয়ে নকল জুসসহ কারখানা মালিককে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে জুস তৈরির একাধিক মেশিন ও কেমিক্যাল।

চরফ্যাশন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সালেক মূহিদ এওয়াজপুর ইউনিয়নের বকুল বেপারী বাড়িতে অভিযান চালিয়ে কারখানা মালিক মো. আয়াতুল্লাহ বেপারীকে গ্রেফতার করে। সে চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আবুল কাশেম বেপারীর ছেলে।
এ ঘটনায় চরফ্যাশন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সালেক মূহিদ কারখানা মালিক আয়াতুল্লাহ বেপারীকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

সহকারি কমিশনার (ভূমি) সালেক মূহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশসহ অভিযান চালিয়ে কারখানা মালিককে আটক এবং জুস তৈরির একাধিক মেশিন ও কেমিক্যাল জব্দ করা হয়েছে। ভ্রাম্যমান আদালতে কারখানা মালিক আয়াতুল্লাহকে তিন মাসের বিনাশ্রম কারদন্ড দেয়া হয়েছে।

সর্বশেষ