২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করা ১০৬ জনের জেল-জরিমানা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ভোলা প্রতিনিধি :: করোনাভাইরাস সংক্রামণ প্রতিরোধে দেশব্যাপী লকডাউনের প্রথম দিনে ভোলায় বাইরে বের হওয়ায় দুজনকে আটক এবং শতাধিক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলাসহ জেলায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের ১৯টি দল ১০৪ জনকে এক লাখ তিন হাজার ৯০০ টাকা জরিমানা করে বলে জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী জানিয়েছেন।

জেলা প্রশাসক জানান, লকডাউন উপেক্ষা করে অকারণে ঘর থেকে বের হওয়া এবং মাস্ক না পরার অপরাধে সিরাজ ও মোরশেদ নামে দুই যুবককে আটক করে। এছাড়া ১০৪ জনের বিরুদ্ধে ৯৯টি মামলা দিয়ে এ জরিমানা আদায় করে।

অপরদিকে পুলিশ, গোয়েন্দা পুলিশ ও র‍্যাব সদস্যরা বাইরে বের হওয়া মানুষ, প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেল দেখলেই থামাচ্ছেন। বাইরে বের হওয়ার কারণ অযৌক্তিক হলে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছেন তারা।

তবে কোনো কোনো ক্ষেত্রে মানবিক বিবেচনায় ছাড় দিতেও দেখা গেছে।

সর্বশেষ