১৬ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

ভোলায় পথচারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সবজি বিক্রেতাকে হত্যা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ভোলা প্রতিনিধি :: ভোলায় পথচারী নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মো. আব্দুর রব (৫৫) নামের এক সবজি বিক্রেতাকে হত্যার অভিযোগ উঠেছ। রোববার (১৪ জানুয়ারি) পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চরনোয়াবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
আব্দুর রব ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদূর চর গ্রামের মো. ফজলে রহমানের ছেলে। এ ঘটনায় হত্যাকারী মো. সুজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে চরনোয়াবাদ এলাকায় ওই নারী সন্তানকে নিয়ে বাড়ি যাচ্ছিলেন। এ সময় মো. সুজন ওই নারীর পথরোধ করে তাকে উত্ত্যক্ত করেন। এ সময় নারীর চিৎকারে সবজি বিক্রেতা আব্দুর রব ছুটে এসে প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে সুজন হাতের ক্রাচ দিয়ে সবজি বিক্রেতার মাথায় আঘাত করেন। পরে স্থানীয়রা এসে আব্দুর রবকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভোলা মডেল থানার সহকারী পরিদর্শক (এসআই) মো. ঈমাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. সুজন নামে একজনকে আটক করেছি।

সর্বশেষ