১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

ভোলায় ৪টি গাঁজা‌ গাছসহ নারী আটক

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ভোলা প্রতিনিধি ::: ভোলার বোরহানউ‌দ্দি‌নে ৪‌টি গাঁজা গাছসহ এক নারী‌কে আটক ক‌রে‌ছে বোরহানউ‌দ্দিন থানা পু‌লিশ। ওই নারী উপ‌জেলার হাসান নগর ইউ‌নিয়‌নের ৭ নং ওয়া‌র্ডের ম‌ধ্যেমধলী গ্রা‌মের মো. না‌হি‌দের স্ত্রী রেহানা বেগম (৩০)। এ সময় অন‌্য আসামি রেহানার স্বামী না‌হিদ পা‌লি‌য়ে যায়। বৃহস্পতিবার (২৭ জুন) রাতে তাকে আটক করা হয়।

পু‌লিশ জানায়, আসামি না‌হিদ ও স্ত্রী রেহানা দীর্ঘদিন থে‌কে ঘ‌রের পা‌শে নি‌ষিদ্ধ গাছ লা‌গি‌য়ে মাদক ব‌্যবসা ক‌র‌ছি‌লে। গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে বৃহস্পতিবার রাতে বোরহানউ‌দ্দিন থানার এসআই ম‌নির হো‌সেন ও এসআই সিজার সঙ্গীয় ম‌হিলা ফোর্সসহ অ‌ভিযান চা‌লি‌য়ে ৪ টি তাজা গাঁজা গাছ ও শুক‌নো ৫০ গ্রাম গাজাসহ রেহানা‌কে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী নাহিদ পালিয়ে গেছেন।

বোরহান উ‌দ্দিন থানার ও‌সি শা‌হিন ফ‌কির জানান, স্বামী ও স্ত্রী উভ‌য়ের বিরু‌দ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ১‌টি মামলা দা‌য়ের হ‌য়ে‌ছে।

সর্বশেষ