২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
দেশের বীমা খাতে দৃষ্টান্ত স্থাপন করছে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স ২৯ মে সারাদিন লালমোহন উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে কাপ পিরিচ মার্কায় ভোট দিন আবারও বাড়ল স্বর্ণের দাম সৌদিতে ২৮৭৬০ বাংলাদেশি হজযাত্রী পৌঁছেছেন, দুইজনের মৃত্যু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত উপজেলা নির্বাচন : দ্বিতীয় ধাপে ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন সোমবার থেকে ৬৫ দিন সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা মধ্যরাত থেকে সাগরে মাছ ধরা ৬৫ দিন বন্ধ বোরহানউদ্দিনে ভোটারদের টাকা দেওয়ার ছবি ভাইরাল, ক্ষমা চাইলেন ইউপি চেয়ারম্যান উপজেলা নির্বাচন ঘিরে ভোলার উপকূলীয় এলাকায় কোস্টগার্ড মোতায়েন

মঠবাড়িয়ায় আ’লীগ নেতার ওপর হামলাঃ প্রতিবাদে সাবেক ছাত্রলীগ নেতার কুশপুত্তলিকা দাহ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সোহেল, বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা আ‘লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর সহ কয়েকজন নেতাকর্মীদের ওপর ঢাকায় হামলার ঘটনায় মঠবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সভাপতি বায়জিদ আহমেদ খানকে অভিযুক্ত করে স্থানীয় আ‘লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা মিছিলটি বের করে।
পরে পৌর আ‘লীগ সহ-সভাপতি হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুবলীগ সহ-সভাপতি নাসির আহমেদ মাতুব্বর, বাবু শরীফ, পৌর যুবলীগ সভাপতি তৌহিদ মাসুম, যুবলীগ নেতা তৌহিদ সোহেল, সিপন হাওলাদার, শাহ আলম সিকদার, স্বেচ্ছাসেবক লীগ সাবেক সাধারণ সম্পাদক গোপাল রায়, পৌর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ফেরদৌস মৃধা, ছাত্রলীগ নেতা হাসানুজ্জামান হেলাল, আবু ইউসুফ রায়হান, মাহাবুবুর রহমান আকাশ, নাজমুল ইসলাম মুন্না প্রমুখ।
বক্তারা ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি বায়জিদ আহমেদ খানকে জামায়াত পরিবারের সদস্য আখ্যা দিয়ে তাকে দল থেকে বহিস্কারের দাবি জানায়। এসময় বায়জিদ আহমেদ খানের কুশপুত্তলিকা দাহ করা হয়। এবং আগামী শনিবার তারা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন বলে ঘোষণা দেন। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এঘটনায় মঠবাড়িয়া পৌর শহর ও উপজেলা ব্যাপী টান টান উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে।
এ ব্যাপারে বায়জিদ আহমেদ খান বলেন, আমার বড় ভাইয়ের সাথে কথায় কাটাকাটি হয়েছে মাত্র। ওই ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না। আমাকে রাজনৈতিকভাবে হেয় করা হচ্ছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল জানান, সব ধরনের সহিংসতা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ