১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

মঠবাড়িয়ায় দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ২০

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পিরোজপুর প্রতিনিধি ::: পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই মেম্বার প্রার্থীর সমর্থদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২০জন গুরুতর আহত হয়েছেন। এঘটনায় এক মেম্বার প্রার্থীসহ তিন জনকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন ইউপি মেম্বার প্রার্থী মোদাচ্ছের হোসেন (৬২), আল-আমিন মিস্ত্রী (৫০) ও মিরন হোসেন (২৪)। মোদাচ্ছেরকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল থেকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রচারনার শেষ দিনে শনিবার রাত ১০টার দিকে উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী মোদাচ্ছের হোসেন হাওলাদার (ফুটবল) এর সমর্থকরা প্রচারনা শেষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওয়াদুত শিকদার পিরুর (তালাচাবি) মাইক ভাংচুর করে। এ ঘটনায় দুই প্রার্থীর সমর্থকরা রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে পেরু শিকদারের ৫ জন সমর্থক আহত হন। অপরদিকে আরেক মেম্বার প্রার্থী মোদাচ্ছের হোসেনসহ ১৫ জন সমর্থক আহত হযেছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে ৫ জনের অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাদের বরিশাল শেবাচিম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ ঘটনায় পেরু শিকদার তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোদাচ্ছের হোসেনসহ ৩১ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।

এ ব্যপারে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম বাদল বলেন, এই হামলার ঘটনায় এক প্রার্থীসহ তিন জনকে গ্রেফতার করে রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। জড়িত অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

 

সর্বশেষ