৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

মঠবাড়িয়ায় ব্র‍্যাকের উদ্যোগে ফ্রী  মেডিকেল  ক্যাম্প 

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক ।
ব্র্যাকের উদ্যোগে  অনুষ্ঠিত হল এস.এস.বি ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প।  পিরোজপুর জেলার মঠবাড়িয়া ব্র্যাক সাফা কার্যালয়ের ইউপিজি কর্মসূচীর আওতায়  পরিচালিত হরিনপালা সামাজিক শক্তি কমিটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।  গতকাল শুক্রবার সকাল ০৮ টায় শুরু হয়ে ক্যাম্প চলে বিকাল ০৫ টা পর্যন্ত। এই সময়ে প্রায়  ০৩ শতাধিক দরিদ্র ও অসহায় মানুষকে চিকিৎসা সেবা ও পরামর্শ দেয়া হয়। সেবা গ্রহীতাদের মধ্যে ছিল  শিশু,  কিশোর – কিশোরী,  গর্ভবতী নারী, প্রবীণ নারী ও পুরুষ। রাহাত আনোয়ার হাসপাতাল  এবং  গ্লোব ফার্মাসিউটিক্যালস এর সহযোগিতায় আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প বাস্তবায়ন করে সেচ্ছাসেবী সংগঠন  এস.এস.বি ফাউন্ডেশন। উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা  সেবা প্রদান করেন উপ- সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ সুব্রত হালদার, ডাঃ মোঃ মহসিন সুজন,  ডাঃ সোনালী রানী রায় প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গ্লোব ফার্মাসিউটিক্যালসের বরিশাল বিভাগের এএসএম,  ব্র্যাক ইউপিজি কর্মসূচী পিরোজপুর মঠবাড়িয়া  সাফা শাখা ব্যাবস্থাপক মোঃ আসলাম আলী, প্রোগ্রাম অর্গানাইজার মোঃ শাহিন খান, বরিশাল রাহাত আনোয়ার হাসপাতালের মার্কেটিং অফিসার শুভাসিস সেন প্রমুখ।

সর্বশেষ