২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
নিশানবাড়ীয়া ইউপি চেয়ারম্যানকে ৫০ হাজার টাকা জরিমানা লন্ডনে যুদ্ধবিরোধী বিক্ষোভ: ফিলি*স্তিনে গ*ণহ*ত্যা বন্ধের দাবী দেশের বীমা খাতে দৃষ্টান্ত স্থাপন করছে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স ২৯ মে সারাদিন লালমোহন উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে কাপ পিরিচ মার্কায় ভোট দিন আবারও বাড়ল স্বর্ণের দাম সৌদিতে ২৮৭৬০ বাংলাদেশি হজযাত্রী পৌঁছেছেন, দুইজনের মৃত্যু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত উপজেলা নির্বাচন : দ্বিতীয় ধাপে ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন সোমবার থেকে ৬৫ দিন সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা মধ্যরাত থেকে সাগরে মাছ ধরা ৬৫ দিন বন্ধ

মনপুরায় উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করলেন শাহরিয়ার চৌধুরী দ্বীপক

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মনপুরা (ভোলা) প্রতিনিধি।।
ভোলার মনপুরায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহরিয়ার চৌধুরী দ্বীপক।

বৃহস্পতিবার (৯ মে) সকাল ১১ টায় উপজেলা মারকাজ মসজিদে দোয়া ও মোনাজাত শেষে উপজেলা নির্বাচন অফিসে এসে অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

পরে উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলামের কার্যালয়ে এসে প্রয়োজনিয় কাগজপত্র জমা দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডে ইউজিসি চেয়ারম্যান আব্দুস সালাম মিয়া, আওয়মীলীগ নেতা মিজান মাতাব্বর, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক বাবুল মাতাব্বর, হাজীর হাট ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড সদস্য মোঃ মহিউদ্দিন মিয়া, ইউনিয়ন যুবলীগ সম্পাদক ইলিয়াস ফরাজী, ছাত্রলীগ সভাপতি সামসুদ্দিন সাগর, সাধারন সম্পাদক মোঃ মুমন ফরাজী, যুবলীগ নেতা ইসমাইল ফরাজী, হাজীর হাট ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ রাজীব, সাধারন সম্পাদক মোঃ আরিফ, ১ নং মনপুরা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ নাহিদ সহ বিভিন্ন স্তরের নেতা কর্মি ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য; তিনি ইতিপূর্বে উপজেলার হাজীর হাট ইউনিয়ন পরিষদের ২ বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। এছাড়াও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছিলেন তিনি।

তফসিল অনুসারে আগামী ৫ জুন মনপুরায় চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সবকিছু ঠিক থাকলে জনসাধারনের প্রত্যক্ষ ব্যালট ভোটের মাধ্যমে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী শাহরিয়ার চৌধুরী দ্বীপক।
#

সর্বশেষ