২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বরিশালে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার চরকাউয়ায় যুবলীগ নেতা খান মামুনের গণসংযোগ বাংলাদেশে বর্তমানে ভারতের তাবেদার সরকার শাসন করছে : বরিশালে ভিপি নুর বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ, ইমামের কক্ষে আগুন উজিরপুরে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার কাউখালীতে পাটি খাতে রূপালী ব্যাংকের ক্লাস্টার ভিত্তিক ঋণ বিতরণ বিআরডিবি'র কার্যক্রম পরিদর্শনে সচিববৃন্দ মনপুরায়, কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও উঠান বৈঠক বরিশালে ‘সাড়ে তিনশ’ কোটি টাকা ব্যয়ে নির্মিত শহর রক্ষা বাধ দখলের মহোৎসব উজিরপুরে মাদকসহ জেলা ডিবি'র খাচায় ১ মাদক কারবারী আটক রাজাপুরে নিখোজ ভ্যান চালকের লাশ ভাসছিলো নদীতে

মসজিদের এসি বিস্ফোরিত হয়ে অগ্নিদগ্ধ প্রায় অর্ধশত মুসল্লি

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

এম.এ.আর নয়ন, স্টাফ রিপোর্টার:

নামাজ চলাকালীন সময়ে মসজিদের এসি বিস্ফোরিত হয়ে প্রায় অর্ধশত মুসল্লি আগুনে দগ্ধ হয়েছেন। বিস্ফোরণে মসজিদের জানালার গ্লাসগুলো ভেঙে চুরমার হয়ে গিয়েছে, সিলিং ফ্যানের পাখাগুলো গিয়েছে বাঁকা হয়ে। মসজিদের মেঝেতে মুসল্লিদের পোড়া চামড়া লেগে রয়েছে। পুরো মসজিদ পরিণত হয়েছে এক ধ্বংসস্তূপে।

শুক্রবার (৪ঠা সেপ্টেম্বর) এশার নামাজ চলাকালীন সময়ে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা বাইতুস সালাম নামক জামে মসজিদে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নামাজ চলাকালীন সময়ে মসজিদের ৬টি এসির সবগুলোই বিস্ফোরিত হয়। এতে প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা। মুসল্লিদের চিৎকার শুনে স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় ৭ বছর বয়সের এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়া আব্দুল আজিজ নামে আরও একজন মারা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। কিন্তু বিষয়টি হাসপাতাল থেকে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় এক ব্যক্তি জানান, মসজিদের ভিতর প্রবেশ করে বিভৎস দৃশ্য দেখে আমার জ্ঞান হারানোর অবস্থা হয়। কি করব বুঝতে পারছিলাম না। অন্তত অর্ধশত মুসল্লি কেউ মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। আবার কেউ বা বাঁচার জন্য করছে আর্তনাদ। সবার শরীর ঝলসে লাল চামড়া মাংস বের হয়ে গেছে। কাকে ছেড়ে কাকে উঠাবো বুঝতে পারছিলাম না। একে একে অন্তত ৪৫ জনকে অগ্নিদগ্ধ অবস্থায় বের করেছি। কারো চেহারা চেনার উপায় নাই।

ঘটনার বিবরণ দিতে গিয়ে মসজিদের খাদেম ফাহিম জানান, দীর্ঘদিন ধরেই মসজিদের পাশ দিয়ে যাওয়া একটি গ্যাসের পাইপ দিয়ে গ্যাস লিকেজ হতো। গ্যাসের দুর্গন্ধে মসজিদ ভরে যেতো। রাতে মসজিদে খুব গ্যাসের তীব্র গন্ধ বের হচ্ছিল। নামাজের শেষ সময় বিস্ফোরণ ঘটল। কে কে আহত হয়েছে আমি কাউকে চিনতে পারছিলাম না। শুধু এতটুকু মনে আছে ইমাম আব্দুল মালেক, মুয়াজ্জিন, মসজিদের সেক্রেটারি শামীম, মুসল্লি আব্দুল আজিজকে চিনতে পেরেছি। তাদের পুরো শরীর চেহারা পুড়ে গেছে।

মসজিদের সামনের গ্যাসের পাইপ থেকে এখনো বুদবুদ করে গ্যাস বের হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এ বিষয়ে পুলিশের এক কর্মকর্তা জানান, পুরো মসজিদটি এখন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। সিআইডি কল করা হয়েছে। তারা এসে আলামত সংগ্রহ করবে। তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা জানা যাবে।

শেখ হাসিনা জাতীয়  বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এক চিকিৎসক জানান, যারা এখানে ভর্তি হয়েছে তারা কেউই শঙ্কামুক্ত নন।

সর্বশেষ