১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
আদালতের আদেশ পালন না করায় পটুয়াখালীর ডিসিকে হাইকোর্টে তলব আড়াই বছরের সাজার ভয়ে ১২ বছর পালিয়েও শেষ রক্ষা হলো না রনির বাংলাদেশের কোনো তরুণ-তরুণী আর বেকার থাকবে না: পলক পুঁজিবাজারে লেনদেন হাজার কোটি টাকা ছাড়াল যমুনার তীরে গর্তে মিলল নি*খোঁজ ২ ভাইয়ের মরদেহ ড. এম এ ওয়াজেদ মিয়া সম্মাননা পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল মঠবাড়িয়ায় রহস্য জনক ভাবে শিশু সন্তান নিয়ে নারী নিখোঁজ  সড়ক দুর্ঘটনা অন্যতম জাতীয় সমস্যা হিসেবে দেখা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুর অনলাইন ম্যানেজমেন্ট ও সঞ্চয়ের উপকারিতায় অবহিতকরণ সভা চরফ্যাশনে চুরির অপবাদে ডেকে নিয়ে রিকশাচালককে মারধর, ফাঁকা স্ট্যাম্পে সই

মহাত্মা গান্ধী এ্যাওয়ার-২০২৪ মনোনীত পরিবহন শ্রমিক নেতা নামদার হোসেন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সেলিম শিকদার সিরাজগঞ্জঃ-

কলকাতা পশ্চিমবঙ্গ ভারতের সার্ক কালচারাল ফোরাম থেকে সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ নামদার হোসেন এবছর ২০২৪
মহাত্মা গান্ধী এ্যাওয়ার্ডে মনোনীত করেছেন।

এ বিষয়ে সার্ক কালচারাল ফোরামের পক্ষ থেকে মোঃ নামদার হোসেনকে পত্র দিয়ে অবহৃত করেছেন।
পত্রে উল্লেখ করা হয়েছে সাংগঠনিক দক্ষতা ও পরিবহন সেবায় বিশেষ অবদান রাখায় সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ নামদার হোসেনকে এবছর ২০২৪ মহাত্মাগান্ধী এ্যাওয়ার্ড প্রদান করা হবে। শ্রুতিবৃত্ত ও সার্ক কালচারাল ফোরাম যৌথভাবে আগামী ২২ ফেব্রুয়ারী ২০২৪ ইং তারিখে ভারতের পশ্চিমবঙ্গ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডঃ ত্রিগুণা সেন হলে ভারত -বাংলাদেশ সম্প্রীতি উৎসব অনুষ্ঠিত হবে। দুই বাংলার নামী ব্যক্তিদের জন্য মহাত্মা গান্ধী ও নেতাজি সুভাষ চন্দ্র বসু এ্যাওয়ার্ড এবং দুই বাংলার নামী শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

ভারত -বাংলাদেশ সম্প্রীতি উৎসব অনুষ্ঠানে
সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ নামদার হোসেনকে সাংগঠনিক দক্ষতা ও পরিবহন সেবায় বিশেষ অবদান রাখায় মহাত্মাগান্ধী এ্যাওয়ার্ড ২০২৪ প্রদান করা হবে।

মোঃ নামদার হোসেন একাধারে একযুগ
সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ হিসেবে সুনাম,সততা ও দক্ষতার সাথে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। এবং এরই ধারাবাহিকতায় পরবর্তীতে তিনি সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে দীর্ঘ ছয় বছর যাবত সংগঠনের গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত থেকে পরিবহন শ্রমিকদের জীবন মান উন্নয়ন ও পরিবহনে সুষ্ঠু শৃংখলা বজায় রেখে দেশের পরিবহন খাতে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন।
তিনি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ভারত -বাংলাদেশ সম্প্রীতি উৎসবে সার্ক কালচারাল ফোরামের পক্ষ থেকে
সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ নামদার হোসেনকে মহাত্মাগান্ধী এ্যাওয়ার্ড ২০২৪ মনোনীত করার সংবাদে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটি ও সিরাজগঞ্জ জেলাসহ সমগ্র উত্তরবঙ্গে কর্মরত পরিবহন শ্রমিকবৃন্দ
ভারত -বাংলাদেশ সম্প্রীতি উৎসব ও সার্ক কালচারাল ফোরাম এ্যাওয়ার্ড-২০২৪ প্রদান কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

সর্বশেষ