২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বরিশালে অভয়াশ্রমের নিষিদ্ধ সময়ে মাছ ধরার অপরাধে ৮ জেলেকে জরিমানা বরিশাল-পটুয়াখালীসহ দেশের ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে দুটি মৃত কচ্ছপ বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার হলেন কবি বিজন বেপারী রোজা মানুষের মানবিক গুণাবলি বিকশিত করে : লায়ন মোঃ গনি মিয়া বাবুল বরিশাল সদর উপজেলা ছাত্রলীগের সাথে এসএম জাকিরের মতবিনিময় সুধীজনদের সন্মানে  চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজের ইফতার মাহফিল  হার্ডলাইনে পুলিশঃ এবার বরিশালে পরিবহন সেক্টরে নৈরাজ্য চলবেনা রোজা রেখে মুখের দুর্গন্ধ এড়াবেন যেভাবে বাসায় পর্যবেক্ষণে খালেদা জিয়া, সিদ্ধান্ত মেডিকেল বোর্ডের

মহিপুরের ওসি’র মহানুভবতায় পথ হারানো শিশু সুমাইয়া আক্তার (০৭) খুঁজে পেল তার পরিবার”

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কলাপাড়া প্রতিনিধি :

পটুয়াখালীর মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মোঃআবুল খায়েরের মহানুভবতায় পথ হারানো শিশু সুমাইয়া খুজে পেলো তার পরিবার।
পুলিশ সূত্রে জানাযায় ২৩ অক্টোবর সন্ধায়

লতাচাপলীর নাইয়োরী পাড়া গ্রামের ভ্যান চালক মোঃ হাসান প্যাদা জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে থানার ডিউটি অফিসারের সরকারি মোবাইল নম্বরে কল করে জানান যে, মহিপুর থানাধীন কুয়াকাটা চৌরাস্তা কুয়াকাটা টু পটুয়াখালী মহাসড়কের উপর সুমাইয়া আক্তার (০৭) নামের একজন পথহারা শিশুকে পায়।

শিশুটি পথ হারিয়ে মা-বাবা সহ পরিবারের কাউকে খুঁজে পাচ্ছিল না। সমুদ্র সৈকত সংলগ্ন বিভিন্নস্থানে তার পরিবারের আপন লোকজনদের খোঁজাখুঁজি করে না পেয়ে কান্না করিতেছিল। উক্ত পথ হারানো শিশু তার বাবার নাম ছাড়া কিছুই বলিতে পারে নি। ডিউটি অফিসার বিষয়টি অফিসার ইনচার্জ, মহিপুর থানাকে অবহিত করলে অফিসার ইনচার্জ এর নির্দেশে মহিপুর থানার কুইক রেসপন্স টিম দ্রুত ঘটনাস্থল উপস্থিত হয়ে পথ হারানো শিশু সুমাইয়া আক্তার (০৭)’কে পরম মমতায় তার মা-বাবার কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস প্রদান করেন। কুইক রেসপন্স টিম এর সদস্যরা অফিসার ইনচার্জ এর সরাসরি তত্বাবধানে শিশু সুমাইয়া আক্তার (০৭)’কে সাথে নিয়ে তার পরিবারের লোকজনদের খুঁজে বের করতে থানা এলাকার বিভিন্নস্থানে যোগাযোগ করেন। অবশেষে দীর্ঘ ০২(দুই) ঘন্টা পর মহিপুর থানার কুইক রেসপন্স টিম সুমাইয়া আক্তার (০৭), পিতা-সৈয়দ শামসুল হক, মাতা-মোসাঃ আমিনা বেগম, সাং-পুরানপুর, থানা-কানাইঘাট, জেলা-সিলেট, এ/পি-মহিপুর (কাঠপট্টি), থানা-মহিপুর, জেলা-পটুয়াখালীর ঠিকানা খুঁজে পেয়ে তার পরিবারের সাথে যোগাযোগ করেন এবং শিশু সুমাইয়া আক্তার (০৭)’কে থানার নারী, শিশু,বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিসডেস্কে নিয়ে এসে খাবারের ব্যবস্থা সহ মানবিক সেবা প্রদান করেন। শিশুটির বাবা থানায় হাজির হইলে অফিসার ইনচার্জ শিশুটিকে তার বাবার কোলে ফিরিয়ে দেন।

শিশু সুমাইয়া আক্তার (০৭)’কে ফিরে পেয়ে তাহার বাবা সৈয়দ শামসুল হক আবেগাপ্লুত হয়ে মহিপুর থানা পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সর্বশেষ