১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, হুঁশিয়ারি সংকেত সুষ্ঠু নির্বাচনের অন্তরায় এমপি পঙ্কজ, হিজলায় চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ শেবাচিমের সব সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ শুরু করেছে : স্বাস্থ্য সচিব দুমকিতে চেয়ারম্যান প্রার্থী ও সমর্থকদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে মসজিদের কমিটি ও ইমাম দ্বন্দ্বে ,ফ্যান, মাইক ও আইপিএস খুলে নিলো প্রতিপক্ষরা। সাতলায় রাশেদ খান মেনন এমপি'র ৮১ তম জন্মদিন পালন। বোরহানউদ্দিনে মাটির নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু কাঁঠালিয়ায় ডাকাতের গুলিতে আহত ২, টাকা-স্বর্ণালঙ্কার লুট শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র রাজপথে মোকাবিলা করতে হবে : পিরোজপুরে শেখ পরশ পটুয়াখালীতে মহাসড়কে অটোরিকশা চালাতে প্রতি মাসে দিতে হয় হাজার টাকা

মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক অনুদানের চেক বিতরন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মির্জা আহসান হাবিব ঃ মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধন কৃত স্বচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে ২০১৯-২০২০ অর্থ বছরের অনুদানের চেক বিতরন করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় ভিডিও ভার্চুয়াল এর মাধ্যমে অনুদানের চেক বিতরন উদ্বোধন করেন প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা নেছা ইন্দিরা এমপি। জেলা প্রশাসক দরকার হলে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা। স্বাগত বক্তব্য রাখেন উপপরিচালকের কার্যালয়ের মহিলা বিষয়ক অধিদপ্তর পটুয়াখালী এর ভারপ্রাপ্ত উপপরিচালক শাহিদা বেগম। এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী, সমাজ সেবা কার্যালয়ে উপপরিচালক শিলা রানী দাস।
মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধন কৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে ২০১৯-২০২০ অর্থ বছরে পটুয়াখালী সদর উপজেলার ১০ টি নিবন্ধন কৃত মহিলা সমিতির মধ্যে বিভিন্ন ক্যাটাকরীতে ৩ লক্ষ ৬০ হাজার টাকা অনুদানের চেক বিতরন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারী কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা ও মহিলা বিষয়ক সমিতির নের্তৃবৃন্দ।
উল্লেখ্য পটুয়াখালী জেলার ৬ টি উপজেলার বিভিন্ন ক্যাটগরী ৭৭ টি মহিলা সমিতির মধ্যে ২৩ লক্ষ ৭৫ হাজার টাকার চেক নিতরন করা হয়।

সর্বশেষ