৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
২৪ বছরেও আলোর মুখ দেখেনি বরিশালের সুইমিংপুল কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ,ডক্টর ,আ ন ... অবশেষে ভোলায় স্বস্তির বৃষ্টি পিরোজপুরে নামল স্বস্তির বৃষ্টি প্রবাসে স্বামীদের জিম্মি করে দেশে স্ত্রীদের ধর্ষণ করেন পাথরঘাটার মামুন! আমতলীতে কুরিয়ার সার্ভিসে ৮ কেজি গাঁজা, দেবর-ভাবি গ্রেপ্তার বাউফল উপজেলা নির্বাচনে জীবন্ত ঘোড়া নিয়ে মিছিল করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ আমি চেয়ারম্যান হতে নয়, এসেছি জনগণের সেবা করতে : খান মামুন আগৈলঝাড়ায় দুধ দিয়ে গোলস করে দল ত্যাগ করলেন বিএনপি নেতা বরিশালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে গণধর্ষণ, গ্রেফতার ২

মাওলানা ভাসানী নির্যাতিত-নিপীড়িত মানুষের নেতা ছিলেন ……লায়ন গনি মিয়া বাবুল

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, মাওলানা ভাসানী নির্যাতিত-নিপীড়িত মানুষের নেতা ছিলেন। তিনি আজীবন মানবকল্যাণে কাজ করেছেন। তিনি বাঙালি জাতির ইতিহাস ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। মানবিক মূল্যবোধ সম্পন্ন আলোকিত সমাজ প্রতিষ্ঠা করতে তিনি বিভিন্ন কর্মকান্ডে জড়িত ছিলেন। শিক্ষাসহ বাঙালি সংস্কৃতির উন্নয়ন ও প্রসারে তার অসামান্য অবদান রয়েছেন। ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে তার রয়েছে অসামান্য অবদান। তিনি একজন অসাম্প্রদায়িক পরিশুদ্ধ বাঙালি ছিলেন। তার আদর্শ ও গুণাবলি নতুন প্রজন্মকে জানাতে হবে। মাওলানা ভাসানীর চিন্তা-চেতনা ও ভাবনাগুলোকে বঙ্গবন্ধু স্বপ্নে পরিণত করে অর্জন করেছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। যা বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ ও মহত্তম অর্জন। মাওলানা ভাসানীর বর্ণাঢ্য জীবনী ও গুণাবলী সম্বলিত লেখা পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্ত করার দাবি জানিয়ে তিনি আরো বলেন, ভাসানী আমাদের ভালো কাজের প্রেরণার উৎস।
মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪০তম জন্মবার্ষিকী উপলক্ষে ১২ ডিসেম্বর শনিবার, সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ন্যাপ ভাসানী আয়োজিত সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ভাসানী ধর্মীয় গভীর জ্ঞান সম্পন্ন একজন ব্যক্তি ছিলেন। তিনি সর্বদা অসাম্প্রদায়িক মুক্ত চিন্তা চেতনা সম্পন্ন সৃজনশীল কাজে জড়িত ছিলেন।
ন্যাপ ভাসানীর সভাপতি মোসতাক আহমেদ ভাসানীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জয় বাংলা মঞ্চের সভাপতি মুফতী মাসুম বিল্লাহ নাফিয়ী, বাংলাদেশ কনজারভেটিব পার্টির সভাপতি মোঃ আনিসুর রহমান দেশ, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ রোকন উদ্দিন পাঠান, ন্যাপ ভাসানী বগুড়া জেলা সভাপতি মোঃ মাসুম মিয়া, সাংবাদিক হেলাল আকন্দ, ন্যাপ ভাসানী গাজীপুর সভাপতি মোঃ মিজানুর রহমান মিজু প্রমুখ।
সভাপতির বক্তব্যে মোসতাক আহমেদ ভাসানী বলেন, মাওলানা ভাসানীর আদর্শ আমাদের অনুসরণ ও অনুকরণ করা উচিত। তিনি ছিলেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা।

সর্বশেষ