১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পুনাক এর উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পিরোজপুর প্রতিনিধি: দেশে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে পিরোজপুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার(১৫ সেপ্টেম্বর) পিরোজপুর পুলিশ লাইনস্ এর পুকুরে প্রধান অতিথি হিসেবে পিরোজপুর পুনাক এর সভানেত্রী মিসেস রূবাইয়াৎ লতিফ মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোল্লা আজাদ হোসেন (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) কাজী শাহ্নেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমাদ মাঈনুল হাসান এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাঃ নূরুল ইসলাম বাদল সহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা এবং তাদের সহধর্মীনিরা।
এর আগে এক সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি রূবাইয়াৎ লতিফ বলেন, নারীদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে কাজ করছে পুনাক। এছাড়া এ সংগঠনটিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন ধরণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
এসময় পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান বলেন পুনাককে গতিশীল করার জন্য সার্বিক সহযোগীতা করা হবে।

সর্বশেষ