১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

মাদারীপুর-ফরিদপুর রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে মাদারীপুর থেকে সকল ধরনের যাত্রীবাহী পরিবহন চলাচল বন্ধ রয়েছে। এতে মাদারীপুর থেকে ফরিদপুরগামী যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। যদিও পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে তাদের এ পরিবহন ধর্মঘট।

১১ ও ১২ নভেম্বর মাদারীপুর-ফরিদপুরে কোন পরিবহন প্রবেশ করতে না দেওয়ার কারণে মাদারীপুর-ফরিদপুর রুটে বাস চলছে না। তবে অন্যান্য জেলায় বাস চলাচল স্বাভাবিক রয়েছে। বাস বন্ধ থাকায় যাত্রীরা জরুরী প্রয়োজনে বাড়তি টাকা খরচ করে মাদারীপুর থেকে ভেঙ্গে ভেঙ্গে ফরিদপুরে যাচ্ছেন।

জালাল মুন্সি নামের এক ব্যক্তি বলেন, আমার এক আত্মীয় অনেক অসুস্থ থাকায় তাকে জরুরিভাবে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে। অ্যাম্বুলেন্সে জায়গা কম থাকায় আমি যেতে পারিনি। ভেবেছি বাসে করে যাব। কিন্তু আজ ও আগামীকাল ফরিদপুরে সরাসরি বাস চলাচল বন্ধ থাকায় এখন অন্য উপায়ে যেতে হবে।

মাদারীপুর থেকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী দেখতে যাওয়া কিশর পোদ্দার বলেন, আমার ভাগিনা বাইক এক্সিডেন্ট করে ফরিদপুর মেডিকেলে ভর্তি আছে। তাকে দেখতে যেতে হবে। এদিকে বাস বন্ধ তাই যেতে সমস্যা হচ্ছে। আমি এখন অন্য উপায়ে ভেঙ্গে ভেঙ্গে ফরিদপুর যাচ্ছি।

এদিকে মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বলেন, ফরিদপুরের বিএনপির সমাবেশ নষ্ট করার জন্য সরকারি দলের লোকজন বাস চলাচল বন্ধ রেখেছে। কিন্তু আমাদের নেতাকর্মী ও জনগণকে কোনভাবেই ফরিদপুরে যাওয়া আটকাতে পারবে না। আমরা আমাদের নেতা কর্মীদের সঙ্গে নিয়ে সঠিক সময়ে গিয়ে ফরিদপুরের সমাবেশ সফল করবো।

এই বিষয়ে জানতে চাইলে মাদারীপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মফিজুর রহমান হাওলাদার বলেন, আমরা বিএনপির সমাবেশ বানচাল করার উদ্দেশ্য নিয়ে বাস চলাচল বন্ধ করিনি। মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে দুইদিন মাদারীপুর থেকে ফরিদপুরে কোন ছেড়ে যাবে না।

সর্বশেষ