১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষিকাকে কুপিয়ে হত্যার চেস্টা, গ্রেপ্তার-১ সাংবাদিক শাহিন হাফিজের "মা" র মৃত্যু, এনডিবিএ'র শোক প্রকাশ মহাসড়কে যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণ করতে বরিশাল জেলা প্রশাসনের অভিযান পটুয়াখালীর দুমকিতে প্রাণিসম্পদ প্রদর্শনী  উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান বরিশালে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক বানারীপাড়ায় তহশিলদার ও সার্ভেয়ারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ প্রিজন সেলে হাজতিকে হত্যার দাবি স্বজনদের, কারারক্ষীসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দাম বেড়ে ফের রেকর্ড, স্বর্ণের ভরি ১ লাখ ২০ চরকাউয়া ইউনিয়ন যুবলীগের মতবিনিময় সভায় খান মামুন রাজাপুরে গ্যাস সিলিন্ডার লিক হয়ে মাইক্রোবাসে আগুন

মানুষ যা স্বপ্নেও ভাবেনি আ’লীগ তাই বাস্তবায়ন করে যাচ্ছেঃ -অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বরিশাল বাণী:  বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেছেন, মানুষ যা স্বপ্নেও ভাবেননি বাংলাদেশ আওয়ামী লীগ তা বাস্তবায়ন করেছে এবং করে যাচ্ছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা এনে দিয়েছে। যুদ্ধ বিধস্ত দেশকে পুনর্গঠন করেছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণের সমর্থন নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর হত্যাকান্ডের বিচার ও খুনীদের ফাঁসির রায় কার্যকর করেছে, যুদ্ধাপরাধীদের বিচার করেছে। উন্নয়নের ক্ষেত্রে বিশ্ব দরবারে বাংলাদেশকে রোল মডেলে পরিণত করেছে। মানুষ যা স্বপ্নেও ভাবেননি নিজস্ব অর্থায়নে সেই স্বপ্নের পদ্মা সেতুর কাজ অনেকটাই সম্পন্ন করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা মাননীয় সজীব ওয়াজেদ জয়ের প্রচেষ্টায় মহাকাশে উড়ছে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’। রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা গভীর সমুদ্র বন্দর, ঢাকা মেট্রোরেল সহ দেশের মেগা প্রকল্পসমূহের কাজ চলমান রয়েছে। মেগা প্রকল্প সমূহ যেমন বাস্তবায়ন হচ্ছে একইভাবে আওয়ামী লীগের হাত ধরেই বাংলাদেশ অবশ্যই একদিন উন্নত রাষ্ট্রে পরিণত হবে।

আজ বুধবার ২৩ জুন ২০২১ইং তারিখ সকাল ৯টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৭৩তম বছরে পদার্পণ উপলক্ষে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ একথা বলেন। পরে মাননীয় উপাচার্য মহোদয় ডি-ব্লকের সামনে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচীর  শুভ উদ্বোধন করেন। আমড়া, কামিনী ও বকুল ফুলসহ বিভিন্ন ধরণের ফল ও ফুলের চারা রোপণ করা হয়। সপ্তাহব্যাপী পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচী উদ্বোধনকালে মাননীয় উপাচার্য মহোদয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, নিজ নিজ বিভাগ ও অফিসসমূহ পরিস্কার-পরিচ্ছন্ন করার নির্দেশ দেন।

এসকল কর্মসূচীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের  সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডীন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, অধ্যাপক ডা. খন্দকার মানজারে শামীম, অধ্যাপক ডা. মাসুদা বেগম, অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. দেবব্রত বনিক, অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোঃ নজরুল ইসলাম খান প্রমুখসহ সম্মানিত বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, অফিস প্রধানগণ স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন।

সর্বশেষ