১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

মালয়েশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে আহত দেড় শতাধিক

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মালয়েশিয়ায় দুই এলআরটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় কমপক্ষে ১৬৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত হয়েছেন ৪৭ যাত্রী।

সোমবার এলআরটি ট্রেন কেএলসিসি স্টেশনের কাছে ভূগর্ভস্থ অংশে একটি যাত্রীবাহী ও খালি ট্রেনের সঙ্গে সংঘর্ষে এ ঘটনা ঘটে।

দেশটির পরিবহনমন্ত্রী দাতুক সেরি ওয়ে কা সিওং জানিয়েছেন, সোমবার রাতে কেএলসিসি স্টেশনটির কাছে দু’টি এলআরটি কেলানা জয়া লাইন ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ১৬৬ জন আহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয় ৪৭ যাত্রী।
তিনি আরও জানান, রাত ৮টা ৩৩ মিনিটের সময় যাত্রীবাহী একটি ট্রেন এবং খালি ট্রেনের (পরীক্ষার জন্য লাইনে থাকা) মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ট্রেনে ২৩২ জন যাত্রী ছিলেন। গুরুতর আহত ৪৭ জনকে তাৎক্ষণিক পার্শ্ববর্তী কুয়ালালামপুর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শেষ খবর পাওয়া পাওয়া পর্যন্ত দুর্ঘটনায় কোনো বাংলাদেশি আহত হবার খবর পাওয়া যায়নি।

সর্বশেষ