১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

মাসুম বিল্লাহ্’র “ইচ্ছে গুলোর কবর”

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

“ইচ্ছে গুলোর কবর”

——মাসুম বিল্লাহ্

এইযে আমায় দেখছো তোমরা ভাবছো কত কি?
ভাবছো আমি হাসি খুশি আছি ভেজায় সুখী!

আমারও যে আছে না পাওয়ার ব্যথা রেখেছো কি তার খবর?
শৈশব থেকেই অনেক চাওয়া পাওয়া অজান্তেই দিয়েছি কবর!

ছেড়া জুতো ছেড়া জামা আর আধ পেট ভরা খাবার,
অনেক আশাই নিরাশায় ডুবেছে টাকা ছিলনা বাবার ৷
বন্ধুরা যখন ব্যাটমিন্টন খেলেছে আমার কেঁটেছে প্রহর,
অর্থাভাবে ব্যাট কিনতে পারিনি ইচ্ছাকে দিয়েছি কবর৷

দারিদ্রতার কষাঘাতে যখন লেখাপড়া যাচ্ছিল চুকে,
মামা তখন সাহায্যের হাত বাড়ান আমার এইনা দুঁখে৷

বিজ্ঞান নিয়ে পড়তে চেয়েছিলাম হতে ইঞ্জিনিয়ার,
বেশি খরচের ভয়ে মামাকে তা বলাই হয়নি আর৷

যে বয়সে সবাই ঘুরেফিরে বেড়ায় আমি তখন কর্মে,
বাস্তবতা কতযে কঠিন হয় শিখেছিলাম মর্মে মর্মে৷

ছেলে পুলেদের চাহিদা মেটাতেই যখন উঠে নাভিশ্বাস,
আমার ইচ্ছেগুলো আড়ালেই কাঁদে শুনায় মিথ্যা আশ্বাস৷

যাপিত জীবনে পুরুষের হাতেই যখন ইচ্ছে পূরণ হয়,
অপূর্ণ আত্নার ক্রন্দনের কিচ্ছা কেহ কি বলো লয়?

এমনি করেই হাজারো ইচ্ছা হয়ে যায় বেখবর,
জীবনের চল্লিশটি বছর গত,
পথের শেষপ্রান্তে হা করে আছে কবর!

01/05/2021

সর্বশেষ